Description
মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)
মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)
সহিহ ইবনে মাজাহ ২২৪৭
ওয়াসিলাহ ইবনল আসকা[রাজি.] হইতে বর্ণীত আছেঃ
আমি রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] কে বলিতে শুনিয়াছি যে, যে ব্যক্তি পণ্যের ত্রুটি বর্ণনা না করে তা বিক্রয় করে, সে সর্বদা আল্লাহর গযবের মধ্যে থাকে এবং ফেরেশতাহারা সব সময় তাহাঁকে অভিসম্পাত করিতে থাকে। [২২৪৭][২২৪৭] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। আত-তালীকুর রাগীব ৩/২৪, জইফ আল-জামি ৫৫০১, মিশকাত ২৮৭৪। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ খুবই দুর্বল। উক্ত হাদিসের রাবি ১. আবদুল ওয়াহহাব বিন দাহহাক সম্পর্কে আবু বকর আল-বায়হাকী বলেন, তিনি মিথ্যার সাথে অভিযুক্ত। আবু জাফার আল-উকায়লী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি মিথ্যুক। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি জাল [বানিয়ে] হাদিস বর্ণনা করেন। ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। আবু নুআয়ম আল-আসবাহানী বলেন, তিনি একাধিক জাল হাদিস বর্ণনা করিয়াছেন। [তাহজিবুল কামালঃ রাবী নং ৩৬০১, ১৮/৪৯৪ নং পৃষ্ঠা] ২. মুআবিয়াহ বিন ইয়াহইয়া সম্পর্কে আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নন। আবু হাতিম আর-রাযী, আবু দাউদ আস-সাজিসতানী ও ঈমাম নাসাঈ বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবুল কাসিম আল-বাগাবী বলেন, তিনি দুর্বল। ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। ঈমাম দারাকুতনী বলেন, তিনি দুর্বল। [তাহজিবুল কামালঃ রাবী নং ৬০৬৯, ২৮/২২৪ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ খুবই দুর্বল
সহিহ ইবনে মাজাহ ২২৪৯
আলী [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] আমাকে দুটি গোলাম দান করেন, যারা ছিল পরস্পর সহোদর ভাই। আমি তাহাদের একজনকে বিক্রয় করলাম। রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] আমাকে জিজ্ঞেস করেন, তুমি গোলাম দুটি কী করিলে? আমি বললাম, আমি তাহাদের একজনকে বিক্রয় করেছি। তিনি বলেন, তাহাকে ফেরত আনো। [২২৪৯] তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ হাদিসটি সহীহ তবে সানাদ দঈফ বা দুর্বল।[২২৪৯] তিরমিজি ১২৮৪, মিশকাত ৩৩৬২, সহীহ আবু দাউদ ২৪১৫। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ হাদিসটি সহীহ তবে সানাদ জইফ বা দুর্বল। উক্ত হাদিসের রাবি হাজ্জাজ বিন আরতা সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু বকর আল বায়হাকী বলেন, তাহার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়, অন্যত্র তিনি তাহাকে দুর্বল বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় তাদলীস করেন। মুহাম্মাদ বিন সাদ তাহাকে দুর্বল বলেছেন। আহমাদ বিন শুআয়ব আন-নাসাঈ বলেন, তিনি দুর্বল তাহার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়। [তাহজিবুল কামালঃ রাবী নং ১১১২, ৫/৪২০ নং পৃষ্ঠা] ২. মায়মুন বিন আবু শাবীব সম্পর্কে ঈমাম যাহাবী বলেন, তিনি সত্যবাদী। ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় অধিক ইরসাল করেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি দুর্বল। আবু দাউদ ও আবু হাতিম বলেন, তিনি আলী [রাজি.] এর সাক্ষাৎ পাননি এরপরও তিনি আন আন সুত্রে হাদিস বর্ণনা করিয়াছেন। [তাহজিবুল কামালঃ রাবী নং ৬৩৩৫, ২৯/২০৬ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ অন্যান্য
মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)
Reviews
There are no reviews yet.