Select Page

যঈফ ও জাল হাদীছ বর্জনের মূলনীতি

৳ 35.00

Description

যঈফ ও জাল হাদীছ বর্জনের মূলনীতি

যঈফ ও জাল হাদীছ বর্জনের মূলনীতি

জইফ মিস্কাতুল মাসাবিহ ২০
জাবের {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
সাদ ইবনি মুআয {রাজি.} যখন মারা যান, আমরা রসূল {সাল্লাল্লাহু আঃ}-এর সাথে তাহাঁর জানাযায় হাযির হলাম। রসূল {সাল্লাল্লাহু আঃ} জানাযা পড়ার পর তাকে যখন কবরে রাখা হল এবং মাটি সমান করে দেওয়া হল, তখন রসূল {সাল্লাল্লাহু আঃ} সেখানে তাসবীহ পাঠ করিলেন; আমরাও তাহাঁর সাথে দীর্ঘ সময় তাসবীহ পাঠ করলাম। অতঃপর তিনি তাকবীর বলিলেন। আমরাও তাকবীর বললাম। এ সময় রসূল {সাল্লাল্লাহু আঃ}-কে জিজ্ঞেস করা হল, আপনি কেন এরূপ তাসবীহ ও তাকবীর বলিলেন? তিনি বলিলেন, এই নেক ব্যক্তির কবর অত্যন্ত সংকীর্ণ হয়ে গিয়েছিল। এতে আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিলেন।তাহক্বীক্ব : জইফ। এর সনদে মাহমূদ ইবনি আব্দুর রহমান নামে একজন অপরিচিত রাবী আছে।মুসনাদে আহমাদ হাদীস নং/১৪৯১৬; মিশকাত হাদীস নং/১৩৫; বঙ্গানুবাদ মিশকাত হাদীস নং/১২৮, ১/১০১ পৃঃ।
এই হাদীস খানার তাহকিকঃ দুর্বল হাদীস

জইফ মিস্কাতুল মাসাবিহ ২২
ইরবায ইবনি সারিয়াহ {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
একদিন রসূল {সাল্লাল্লাহু আঃ} দাঁড়ালেন এবং বলিলেন, তোমাদের মধ্যে কেউ কি তার গদিতে ঠেস দিয়ে এ কথা মনে করিবে যে, আল্লাহ যা এই কুরআনে হারাম করিয়াছেন তা ব্যতীত আর কিছুই হারাম করেননি। তোমরা জেনে রাখ, আমি কসম করে বলছি, নিশ্চয় আমি তোমাদের অনেক বিষয়ে নির্দেশ করেছি, উপদেশ দিয়েছি এবং অনেক বিষয় নিষেধও করেছি। আমার এরূপ বিষয়ও নিশ্চয় কুরআনের বিষয়ের সমান; বরং তা হইতেও অধিক হইবে। তোমরা মনে রাখবে যে, অনুমতি ব্যতীত আহলে কিতাব যিম্মিদের বসত ঘরে প্রবেশ করা, তাহাদের নারীদের প্রহার করা এবং তাহাদের ফল শস্য খাওয়াকেও তোমাদের জন্য হালাল করিনি। যদি তারা তাহাদের উপর নির্ধারিত কর আদায় করে দেয়। {অথচ এসব বিষয় কুরআনে নেই}।

তাহক্বীক্ব : জইফ।আবুদাউদ হাদীস নং/৩০৫২; মিশকাত হাদীস নং/১৬৪; বঙ্গানুবাদ মিশকাত হাদীস নং/১৫৭, ১/১২২ পৃঃ। সিলসিলা জয়িফা হাদীস নং/৮৮২
এই হাদীস খানার তাহকিকঃ দুর্বল হাদীস

জইফ মিস্কাতুল মাসাবিহ ২৩
আব্দুল্লাহ ইবনি আমর {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
রসূল {সাল্লাল্লাহু আঃ} বলেছেন, কোন ব্যক্তি মুমিন হইতে পারবে না, যতক্ষণ তার প্রবৃত্তি আমি যা এনেছি তার অধীনে না হইবে।তাহক্বীক্ব : জইফ। উক্ত হাদীসের সনদে নাঈম ইবনি হাম্মাদ নামে দুর্বল রাবী আছে। ঈমাম নববী তাকে ছহীহ বললেও তা ভুলবশত হয়েছে।শারহুস সুন্নাহ, মিশকাত হাদীস নং/১৬৭; বঙ্গানুবাদ মিশকাত হাদীস নং/১৬০, ১/১২৪ পৃঃ। নাসিরুদ্দিন আলবানী, যিলালুল জান্নাত হাদীস নং/১৫
এই হাদীস খানার তাহকিকঃ দুর্বল হাদীস
জইফ মিস্কাতুল মাসাবিহ ২৪
বেলাল ইবনি হারেছ মুযানী {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
রসূল {সাল্লাল্লাহু আঃ} বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতসমূহ হইতে এমন সুন্নাত যিন্দা করিবে, যা আমার পর পরিত্যক্ত ছিল, সে ঐ সকল লোকের ছওয়াবের মত ছওয়াব পাবে, যারা তার উপর আমল করিবে। অথচ আমলকারীদের ছওয়াবের কোন অংশ কমানো হইবে না। পক্ষান্তরে যে ব্যক্তি গোমরাহীর নতুন পথ সৃষ্টি করিবে, যাতে আল্লাহ ও তাহাঁর রসূল রাযী নন, সে ঐ সকল লোকের গোনাহের পরিমাণ পাবে, যারা তার প্রতি আমল করিবে, অথচ তাহাদের গোনাহের কোন অংশ কমানো হইবে না।তাহক্বীক্ব : জইফ। এর সনদে কাছীর ইবনি আব্দুল্লাহ নামের রাবী ত্রুটিপূর্ণ। ঈমাম শাফেঈ ও ইবনি হিব্বান জাল বলেছেন।তিরমিজি হাদীস নং/২৬৭৭; মিশকাত হাদীস নং/১৬৮; বঙ্গানুবাদ মিশকাত হাদীস নং/১৬১, ১/১২৫ পৃঃ। আল-ইলালুল মুতানাহিয়াহ হাদীস নং/২০৬
এই হাদীস খানার তাহকিকঃ দুর্বল হাদীস

যঈফ ও জাল হাদীছ বর্জনের মূলনীতি

Reviews

There are no reviews yet.

Be the first to review “যঈফ ও জাল হাদীছ বর্জনের মূলনীতি”

Your email address will not be published. Required fields are marked *