Select Page

যা হবে মরণের পরে

৳ 50.00

Description

যা হবে মরণের পরে

যা হবে মরণের পরে

তাক্বদীরে বিশ্বাস
জইফ মিশকাতুল মাসাবিহ ৯
মুসলিম ইবনি ইয়াসার {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
ওমর ইবনিল খাত্ত্বাব {রাজি.} কে কুরআনের এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হল, যখন তোমার প্রভু আদম সন্তানদের পিঠ হইতে তাহাদের সমস্ত সন্তানকে বের করিলেন। ওমর {রাজি.} বলেন, আমি শুনিয়াছি, রসূল {সাল্লাল্লাহু আঃ} কে এ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, আল্লাহ তাআলা আদম {আঃ} কে সৃষ্টি করিলেন। অতঃপর আপন ডান হাত দ্বারা তাহাঁর পিঠে বুলালেন এবং সেখান থেকে একদল সন্তান বের করিলেন। অতঃপর বলিলেন, এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, জান্নাতের কাজই তারা করিবে। এক সাহাবী প্রশ্ন করিলেন, হে আল্লাহর রসূল {সাল্লাল্লাহু আঃ} তাহলে আমল কেমন হইবে? রসূল {সাল্লাল্লাহু আঃ} বলিলেন, আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বরা জান্নাতের কাজই করিয়ে নেন। অবশেষে জান্নাতীদের কোন কাজ করে মৃত্যুবরণ করে। আর আল্লাহ তায়ালা এর দ্বারা তাকে জান্নাতে প্রবেশ করান। অনুরূপভাবে আল্লাহ যখন কোন বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তার দ্বারা জাহান্নামের কাজই করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কোন কাজ করেই মৃত্যু বরণ করে এবং আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করান।

তাহক্বীক্ব : জইফ।তিরমিজি হাদীস নং/৩০৭৫; আবু দাউদ হাদীস নং/৪৭০৩; মালেক; মিশকাত হাদীস নং/৯৫; বঙ্গানুবাদ মিশকাত হাদীস নং/৮৯, ১/৭৬ পৃ:।
এই হাদীস খানার তাহকিকঃ দুর্বল হাদীস
জইফ মিশকাতুল মাসাবিহ ১৫
আলী {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
একদিন খাদীজা {রাজি.} জাহেলী যুগে তার যে দুটি সন্তান মৃত্যুবরণ করেছিল তাহাদের সম্পর্কে নাবী করীম {সাল্লাল্লাহু আঃ}-কে জিজ্ঞেস করিলেন, উত্তরে তিনি বলিলেন, তারা উভয়ে জাহান্নামে রহিয়াছে। আলী {রাজি.} বলেন, রসূল {সাল্লাল্লাহু আঃ} যখন খাদীজার চেহারায় অসন্তোষের ভাব লক্ষ্য করিলেন, তখন তিনি বলিলেন, তুমি যদি জাহান্নামে তাহাদের অবস্থান দেখিতে, তবে তুমিও তাহাদেরকে ঘৃণা করিতে। অতঃপর খাদীজা {রাজি.} জিজ্ঞেস করিলেন, আপনার পক্ষের আমার যে সন্তান মারা গেছে তার অবস্থা কী? তিনি বলিলেন, সে জান্নাতে আছে। অতঃপর রসূল {সাল্লাল্লাহু আঃ} বলিলেন, মুমিনগণ ও তাহাদের সন্তানগণ জান্নাতে থাকিবে এবং কাফের, মুশরিক ও তাহাদের সন্তানরা থাকিবে জাহান্নামে। অতঃপর রসূল {সাল্লাল্লাহু আঃ} কুরআনের এই আয়াত পাঠ করিলেন, যারা ঈমান এনেছে এবং তাহাদের সন্তানরা তাহাদের অনুসরণ করিবে।

তাহক্বীক্ব : জইফ, মুনকার। এর সনদে মুহাম্মাদ বিন ওছমান নামে একজন অপরিচিত রাবী আছে।আহমাদ হাদীস নং/১১৩১; মিশকাত হাদীস নং/১১৭; বঙ্গানুবাদ মিশকাত হাদীস নং/১১০, ১/৮৫ পৃঃ।
এই হাদীস খানার তাহকিকঃ দুর্বল হাদীস

যা হবে মরণের পরে

Reviews

There are no reviews yet.

Be the first to review “যা হবে মরণের পরে”

Your email address will not be published. Required fields are marked *