Description
যুব সমস্যা ও তার শরয়ী সমাধান
যুব সমস্যা ও তার শরয়ী সমাধান
সহিহ ইবনে মাজাহ ৩১৫১
আনাস বিন মালিক [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
এক ব্যক্তি কোরবানীর দিন ঈদের সলাতের পূর্বে কোরবানী করিল। নবী [সাল্লাল্লাহু আঃ] তাহাকে পুনর্বার কোরবানী করার নির্দেশ দেন। [৩১৫১] [৩১৫১] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ৯৮৪, ৫৫৪৬, ৫৫৪৯, ৫৫৬১, মুসলিম ১৯৬২ নাসাঈ ৪৩৯৬, আহমাদ ১১৭১০, ১১৭৬১, ইরওয়া ১১৫৩। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সহিহ ইবনে মাজাহ ৩১৫২
জুনদুব আল-বাজালী [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
[আসওয়াদ] তাহাকে বলিতে শুনেছেন, আমি ঈদুল আদহায় রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] এর সাথে উপস্থিত ছিলাম। কতক লোক ঈদের সলাতের পূর্বেই কোরবানী করিল। তখন নবী [সাল্লাল্লাহু আঃ] বলেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি ঈদের সলাতের পূর্বে কোরবানী করেছে সে যেন পুনর্বার কোরবানী করে। আর যে ব্যক্তি এখনও কোরবানী করেনি সে যেন আল্লাহ নাম নিয়ে যবেহ করে। [৩১৫২]
[৩১৫২] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ৯৮৫, ৫৫০০, ৫৫৬২, ৬৬৭৪, ৭৪০০, মুসলিম ১৯৬০, নাসাঈ ৪৩৬৮, ৪৩৯৮, আহমাদ ১৮৩২১, ১৮৩২৮, ইরওয়া ৪/৩৬৭। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সহিহ ইবনে মাজাহ ৩১৫৩
উইয়ায়মির বিন আশকার [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি ঈদের সলাতের পূর্বে যবেহ করেন। তিনি বিষয়টি নবী [সাল্লাল্লাহু আঃ] এর নিকট উল্লেথ করিলে তিনি বলেনঃ তুমি পুনরায় কোরবানী করো। [৩১৫৩][৩১৫৩] আহমাদ ১৫৩৩৫, ১৮৫২২, মুয়াত্তা মালিক ১০৪৫, ইরওয়া ৪/৩৬৭। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবি আবু খালিদ আল আহমার সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সত্যবাদী কিন্তু তাহার হাদিস দলীলযোগ্য নয়। আলী ইবনল মাদানী বলেন, তিনি সিকাহ। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ঈমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। ইবন আদী বলেন, তিনি হাদিস বর্ণনায় সালেহ কিন্তু হাদিস বর্ণনায় সংমিশ্রণ ও ভুল করেন। [তাহজিবুল কামালঃ রাবী নং ২৫০৪, ১১/৩৯৪ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সহিহ ইবনে মাজাহ ১৮১১
বর্ণনাকারী হইতে বর্ণীত আছেঃ
ইমরান ইবনল হুসায়ন [রাজি.] কে যাকাত আদায়কারী হিসেবে নিয়োগ করা হলো। তিনি ফিরে আসলে জিজ্ঞেস করা হলো, যাকাতের মাল কোথায়? তিনি বলেন, মাল নিয়ে আসার জন্য কি আপনি আমাকে পাঠিয়েছিলেন? রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ]-এর যুগে আমরা যেখান থেকে যাকাত আদায় করার সেখান থেকেই যাকাত আদায় করতাম এবং যেখানে তা ব্যয় করার সেখানেই তা ব্যয় করতাম। [১৮১১] [১৮১১] আবু দাউদ ১৫৬১, ১৬২৫, আল হাকিম ফিল মুসতাদরাক ৪/৪২৫। সহীহ আবু দাউদ ১৪৩৭। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
যুব সমস্যা ও তার শরয়ী সমাধান
Reviews
There are no reviews yet.