Description
শিশুদের চল্লিশ হাদীসে আল্লাহর পরিচয়
শিশুদের চল্লিশ হাদীসে আল্লাহর পরিচয়
রৌপ্যমুদ্রার বিনিময়ে স্বর্ণমুদ্রা নেয়া
সুনান আবু দাউদ ৩৩৫৪
ইবন উমার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি আল বাকী নামক বাজারে দীনারের বিনিময়ে উট বিক্রি করতাম, কিন্তু মূল্য গ্রহণের সময়ে আমি দীনারের পরিবর্তে দিরহাম নিতাম। আবার কখনও দিরহামের বিনিময়ে বিক্রি করে দীনার নিতাম। অর্থাৎ আমি কখনো এটার পরিবর্তে ওটা এবং কখনো ওটার পরিবর্তে এটা গ্রহণ করতাম। অতঃপর আমি রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ}-এর নিকট আসলাম। তিনি তখন হাফসাহ্র {রাদি.} ঘরে ছিলেন। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল, আমার দিকে দেখুন। আমি আপনার কাছে জানতে চাই। আমি আল বাকী নামক বাজারে দীনারের বিনিময়ে উট বিক্রি করে দিরহাম গ্রহণ করি এবং দিরহামের বিনিময়ে বিক্রি করে দীনার গ্রহণ করি। অর্থাৎ আমি এটার {দীনারের} পরিবর্তে ওটা {দিরহাম} গ্রহণ করি এবং ওটার {দীনারের} বিনিময়ে এটা {দিরহাম} গ্রহণ করি। রাসুলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ এরূপ গ্রহণে কোন অসুবিধা নেই, তবে সেদিনের বাজারদরে গ্রহণ করিবে এবং কিছু অমীমাংসিত না রেখে পরস্পর পৃথক হওয়ার আগেই তা করিবে।
দুর্বলঃ ইরওয়া {১৩২৬}, মিশকাত {২৮৭১}।এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সুনান আবু দাউদ ৩৩৫৫
সিমাক {রহমাতুল্লাহি আলাইহি} তার সনদ হইতে বর্ণীত আছেঃ
অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। কিন্তু {আরবি} বাক্যাংশটুকু উল্লেখ করেননি। তবে পূর্ববর্তী বর্ণনাটি পুর্ণাঙ্গ।আমি এটি সহিহ এবং যঈফেও পাইনি।এই হাদিসটির তাহকীকঃ নির্ণীত নয়
পশুর বিনময়ে পশু বাকীতে ক্রয়-বিক্রয়
সুনান আবু দাউদ ৩৩৫৬
সামুরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী {সাল্লাল্লাহু আঃ} পশুর বিনিময়ে পশু ধারে বিক্রি করিতে নিষেধ করেছেন।সহীহঃ ইবন মাজাহ {২২৭০}।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
এ বিষয়ে অনুমতি সম্পর্কে
সুনান আবু দাউদ ৩৩৫৭
আবদুল্লাহ ইবন আস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} তাহাকে একটি অভিযানের জন্য সৈন্য প্রস্তুত করার নির্দেশ দিলেন। সৈন্য প্রস্তুতে উটের অভাব দেখা দিলো। তিনি তাহাকে যাকাতের উট প্রাপ্তি সাপেক্ষে উট ধার নিতে বলিলেন। তদানুযায়ী তিনি যাকাতের উট প্রাপ্তি সাপেক্ষে দুই দুইটি উটের বিনিময়ে এক একটি উট গ্রহণ করিলেন।দুর্বলঃ মিশকাত {২৮২৩}। এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
নগদে বদলী ক্রয়-বিক্রয়
সুনান আবু দাউদ ৩৩৫৮
জাবির {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} দুটি গোলামের বিনময়ে একটি গোলাম কিনেছেন।সহীহঃ তিরমিজি {১২৬২}।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ৩৩৬০
সাদ ইবন আবু ওয়াক্কাস {রাদি.} সূত্র হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} পাকা খেজুরকে খুরমার বিনিময়ে বাকিতে বিক্রি করিতে নিষেধ করেছেন।
শাযঃ ইরওয়া {৫/১৯৯-২০০}।ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, উক্ত হাদিস ইমরান ইবন আবু আনাস বনূ মাখযূমের মুক্তদাস সাদ {রাদি.} হইতেও অনুরূপ বর্ণিত হয়েছে।
সহীহঃ এতে বাকীতে কথা নেই। ইরওয়া {ঐ}।এই হাদিসটির তাহকীকঃ অন্যান্য
শিশুদের চল্লিশ হাদীসে আল্লাহর পরিচয়
Reviews
There are no reviews yet.