Description
সচিত্র উমরাহ ও হজ্জের বিধিবিধান
সচিত্র উমরাহ ও হজ্জের বিধিবিধান
নান আবু দাউদ ৩৩০৩
ইবন আব্বাস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
উক্ববাহ ইবন আমিরের{রাদি.} বোন শারীরিক সামর্থ্য না থাকা সত্ত্বেও পদব্রজে হজ্জ করার মানত করেন। নাবী {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ নিশ্চয়ই মহামহিম আল্লাহ্ তোমার বোনের এরূপ মানতের মুখাপেক্ষী নন। সুতরাং সে বাহনে চড়ে যায় এবং একটি উট কুরবানি করে।সহীহঃ দেখুন {৩২৯৭}। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
হাজ্জ ফার্য হওয়ার বর্ণনা
সুনান আবু দাউদ ১৭২১
ইবন আব্বাস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
আকরা ইবন হাবিস {রাদি.} নাবী {সাল্লাল্লাহু আঃ}-কে জিজ্ঞেস করিলেন, হে আল্লাহর রাসূল! হাজ্ব প্রতি বছরই ফরয, নাকি মাত্র একবার? তিনি বলিলেন, জীবনে বরং একবারই, তবে কেউ অধিক করলে সেটা তার জন্য নাফল। (১৭২১)এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ১৭৩০
ইবন আব্বাস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, লোকজন হাজ্জ করতো কিন্তু সাথে পাথেয় নিয়ে আসতো না। আবু মাসউদ বলেন, ইয়ামানের কতিপয় লোক হাজ্জে যেতো কিন্তু সাথে পাথেয় আনতো না এবং তারা বলতো যে, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। অথচ মক্কায় পৌঁছার পর তারা ভিক্ষা করতো। ফলে মহান আল্লাহ অবতীর্ণ করিলেন, “তোমরা হাজ্জের সফরে সাথে পাথেয় নিয়ে যাবে, আর জেনে রেখো তাকওয়াই হলো উত্তম পাথেয়। {২ ঃ ১৯৭} (১৭৩০) এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
হাজ্জে গিয়ে ব্যবসা করা
সুনান আবু দাউদ ১৭৩১
মুজাহিদ {রাদি.} হইতে ইবন আব্বাস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
ইবন আব্বাস {রাদি.} এ আয়াতটি পাঠ করিলেন ঃ হাজ্জের সময়ে {ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে} তোমরা তোমাদের প্রভুর অনুগ্রহ তালাশ করলে দোষের কিছু নেই। {২ ঃ ১৯৮}। ইবন আব্বাস {রাদি.} বলেন, {অন্যায় মনে করে} মিনায় কেউ ব্যবসা-বাণিজ্য করতো না। তাহাদেরকে আরাফাত হইতে ফেরার পর মিনায় ব্যবসা করিতে নির্দেশ দেয়া হয়েছে। (১৭৩১)এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ১৭৩২
ইবন আব্বাস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ কেউ হাজ্জের ইচ্ছা করলে যেন তাড়াতাড়ি সম্পাদন করে। (১৭৩২) এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
সুনান আবু দাউদ ১৭৩৪
আবদুল্লাহ ইবন আব্বাস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
প্রাথমিক কালে লোকেরা হাজ্জের মওসুমে মিনা, আরাফাত, যুল-মাজাযির বাজারে এবং হাজ্জের বিভিন্ন অনুষ্ঠানের স্থানগুলোতে ব্যবসা করতো, কিন্তু ইহরাম অবস্থায় এসব স্থানে ব্যবসা করা {জায়িয কিনা} তাহাদের সংশয় হলো। তখন মহিয়ান আল্লাহ এ আয়াত অবতীর্ণ করিলেন ঃ “তোমাদের কোনো অপরাধ নেই যদি {হাজ্জের সময়} তোমরা ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে তোমাদের রবের অনুগ্রহ তালাশ করো, বিশেষ করে হাজ্জের অনুষ্ঠানের স্থানগুলোতে।” ইবন আবু যিব বলেন, উবাইদ ইবন উমাইর আমাকে বর্ণনা করেছেন যে, ইবন আব্বাস {রাদি.} {আরবী} এ বাক্যটি মূল কুরআনের মধ্যেই পাঠ করিতেন। (১৭৩৪) এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সচিত্র উমরাহ ও হজ্জের বিধিবিধান
Reviews
There are no reviews yet.