Select Page

সরল তাওহীদ

৳ 35.00

Description

সরল তাওহীদ

সরল তাওহীদ

২৫৩২
আনাস ইবন মালিক {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ তিনটি বিষয় ঈমানের মূলের অন্তর্ভুক্ত। {এক} যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু পড়বে তার ক্ষতি করা হইতে বিরত থাকা, কোন গুনাহের কারণে তাহাকে কুফরির দিকে ঠেলে না দেয়া এবং {শরীআতের বিরোধী} কোন কাজের কারণে তাহাকে ইসলাম থেকে বহিস্কার না করা। {দুই} আমাকে {রাসূল করে} প্রেরনের সময় থেকে জিহাদ চালু রয়েছে এবং তা অব্যাহত থাকিবে। অবশেষে উম্মাতের জিহাদকারী সর্বশেষ দল দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইবে। কোন অত্যাচারী শাসকের অত্যাচার অথবা কোন ন্যায়পরায়ণ শাসকের ইনসাফ এটাকে রহিত করিতে পারবে না। {তিন} তাকদীরের প্রতি বিশ্বাস রাখা।এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
২৯৮৭
আল-ফাদল ইবনল হাসান আদ-দামরী {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
যুবাইর ইবন আবদুল মুত্তালিবের {রাদি.} দুই কন্যা উম্মুল হাকাম অথবা দবাআহ {রাদি.} হইতে একজন এ বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} কাছে কিছু যুদ্ধবন্দী আসলো। আমি, আমার বোন এবং রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} কন্যা ফাত্বিমাহ {রাদি.} তাহাঁর নিকট গিয়ে আমাদের দরিদ্রতার কথা জানিয়ে কিছু যুদ্ধবন্দী আমাদেরকে দেয়ার জন্য হুকুম করিতে আবেদন করলাম। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ বদর যুদ্ধে {পিতাহারা} ইয়াতীমগণ তোমাদের চেয়ে অগ্রাধিকার প্রাপ্য। বরং আমি তোমাদেরকে এর চেয়ে উত্তম বস্তু বলে দিচ্ছি, যা তোমাদের জন্য কল্যাণকর হইবে। তোমরা প্রত্যেক সলাতের পর ৩৩ বার আল্লাহু আকবার, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদু লিল্লাহ এবং ১ বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মূলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শায়ইন কাদীর এ তাসবীহ পাঠ করিবে। আইয়াশ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, ঐ দুই মহিলা ছিলেন নাবী {সাল্লাল্লাহু আঃ} এর চাচাতো বোন।

সহীহঃ সহিহাহ {১৮৮০}।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

৩১১৬
মুআয ইবন জাবাল {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ যারা সর্বশেষ বাক্য হইবে “লা ইলাহা ইল্লাল্লাহ”, সে জান্নাতে প্রবেশ করিবে। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

৩১১৭
আবু সাঈদ আল-খুদরী {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আঃ বলিয়াছেনঃ তোমাদের মৃত্যুপথ যাত্রীকে “লা ইলাহা ইল্লাল্লাহু” তালক্বীন দাও।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

৪৮৫৯
আবু বারযাহ আল-আসলামী {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম} যখন কোন বৈঠক শেষ করে চলে যাওয়ার ইচ্ছা করিতেন তখন বলিতেন “সুবাহানকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আসতাগফিরুকা ওয়া আতূবু ইলাইকা”। এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল! এখন আপনি যে বাক্য পাঠ করিলেন তা তো ইতোপূর্বে আপনি পাঠ করেননি? তিনি বলিলেন, মাজলিসে যা কিছু {ভুলক্রটি} হয়ে থাকে একথাগুলো তার কাফফারাহ গণ্য হইবে। এই হাদিসটির তাহকীকঃ হাসান সহিহ
সরল তাওহীদ

Reviews

There are no reviews yet.

Be the first to review “সরল তাওহীদ”

Your email address will not be published. Required fields are marked *