Description
সলাতুত তারাবীহ
সলাতুত তারাবীহ
সহিহ ইবনে মাজাহ ১৯৮৬
উমার ইবনল খাত্তাব [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
[আশআস] বলেন, আমি এক রাতে উমার [রাজি.] -এর বাড়িতে মেহমান হলাম। মধ্যরাতে উমার [রাজি.] তাহাঁর স্ত্রীকে প্রহার করিতে উঠলেন। আমি তাহাদের দুজনের মাঝে প্রতিবন্ধক হলাম। অতঃপর উমার [রাজি.] শয্যা গ্রহণ করে আমাকে বলেন, হে আশআস! তুমি আমার থেকে একটা বিষয় মনে রাখবে যা আমি রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] -এর নিকট শুনিয়াছি। স্বামী তাহার স্ত্রীকে প্রহার করিলে এ ব্যাপারে জওয়াবদিহি করিতে হইবে না, বিতর সালাত না পড়ে ঘুমাবে না। রাবী বলেন, আমি তৃতীয় কথাটি ভুলে গেছি। [১৯৮৬] [১৯৮৬] আবু দাউদ ২১৪৭, ইরওয়াহ ২০-৩৪, যঈফাহ ৩৭৭৬, জইফ আল-জামি ৬২১৮। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ জইফ। উক্ত হাদিসের রাবি আব্দুর রহমান আল মুলসী সম্পর্কে আবুল ফাতহ আল-আযদী বলেন, তাহার ব্যাপারে সমালোচনা রয়েছে। ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি মাকবুল। ঈমাম যাহাবী বলেন, তাহার পরিচয় সম্পর্কে কিছু জানা যায় না। ইয়াহইয়া বিন মাঈন তাহাকে সিকাহ বলেছেন। [তাহজিবুল কামালঃ রাবী নং ৩৪০৩, ১৮/৩০ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সহিহ ইবনে মাজাহ ২০৮৯
আবুদ দারদা [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
এক ব্যক্তিকে তাহার পিতা অথবা তাহার মা তাহার স্ত্রীকে তালাক দেয়ার নির্দেশ দেয়। এদিকে সে শপথ করে বলল যে, সে তাহার স্ত্রীকে তালাক দিলে তাহাকে এক শত গোলাম দাসত্বমুক্ত করিতে হইবে। এমতাবস্থায় সে আবু দারদা [রাজি.] এর নিকট হাযির হল। তখন তিনি চাশতের সালাত পড়ছিলেন এবং তিনি তা দীর্ঘায়িত করেন। আর যোহর ও আসরের মাঝে ও তিনি সালাত পড়তেন। লোকটি তাহাকে তাহার ব্যাপারে জিজ্ঞেস করিলে আবু দারদা [রাজি.] বলেন, তোমার মানত পূর্ণ করো এবং তোমার পিতা-মাতাহার হুকুমও পালন করো। আবু দারদা [রাজি.] আরও বলিলেন, আমি রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ]-কে বলিতে শুনেছিঃ পিতা হচ্ছে জান্নাতের উত্তম দরজা। অতএব তুমি তোমার পিতা-মাতাহার অধিকার সংক্ষণ করো কিংবা ত্যাগ করো। [২০৮৯] [২০৮৯] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। সহীহাহ ৯১৪। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবি আতা ইবনস সায়িব সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি শেষ বয়সে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করিয়াছেন। আবু আবদুল্লাহ আল-হাকিম আন-নায়সাবুরী বলেন, তিনি শেষ বয়সে হাদিস বর্ণনায় পরিবর্তন করিয়াছেন। আয়্যুব বিন আবু তামিমাহ আস-সাখতিয়ানী বলেন, তিনি সিকাহ। ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি সত্যবাদী তবে শেষ বয়সে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করিয়াছেন। [তাহজিবুল কামালঃ রাবী নং ৩৯৩৪, ২০/৮৬ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সলাতুত তারাবীহ
Reviews
There are no reviews yet.