Select Page

সহীহ আল্-কালিমুত তাইয়িব

৳ 50.00

Description

সহীহ আল্-কালিমুত তাইয়িব

সহীহ আল্-কালিমুত তাইয়িব

সহিহ ইবনে মাজাহ ৩৮৮৩
ইবন আব্বাস [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
নবী [সাল্লাল্লাহু আঃ] বিপদকালে নিন্মোক্ত দুআ করিতেনঃ “আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ নাই, তিনি পরম সহিষ্ণু, মহা সন্মানিত, পরম দয়ালু, মহান আরশের প্রভু আল্লাহ্ মহাপবিত্র, সাত আসমানের প্রভু ও মহান আরশের প্রভু আল্লাহ্ মহাপবিত্র”। একদা ওয়াকী [রাজি.] প্রতিটি বাক্যের সাথে “লা ইলাহা ইল্লাল্লাহ” বলেছেন। [৩২১৫] [৩২১৫] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ৬৩৪৫, ৬৩৪৬, মুসলিম ২৭৩০, তিরমিজি ৩৪৩৫, আহমাদ ২০১৩, ২২৯৭, ৩১৩৭, ৩৩৪৪। রাওদুন নাদীর ৬৭৯।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
যে ব্যক্তি “লা ইলাহা ইল্লাল্লাহ ” বলে, তাহার উপর হস্তক্ষেপ থেকে বিরত থাকা
সহিহ ইবনে মাজাহ ৩৯২৭
আবু হুরায়রাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেন, আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করিতে আদিষ্ট হয়েছি যাবত না তাহারা বলে, “লা ইলাহা ইল্লাল্লাহ” [আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই]। তাহারা এটা বললে আমার থেকে তাহাদের জানমালের নিরাপত্তা লাভ করিল। কিন্তু দ্বীন ইসলামের অধিকারের বিষয়টি স্বতন্ত্র। তাহাদের চূড়ান্ত হিসাব গ্রহণের ভার আল্লাহর উপর ন্যস্ত। [৩২৫৯][৩২৫৯] বুখারী ১৪০০, ২৯৪৬, ৬৯২৪, ৭২৮৫; মুসলিম ২০, ২১/১-৩; তিরমিজি ২৬০৬-৭, নাসাঈ ২৪৪৩, ৩০৯০-৯৩, ৩০৯৫, ৩৯৭০-৭৮; আবু দাউদ ২৬৪০, আহমাদ ৬৮, ১১৮, ৩৩৭, ২৭৩৮০, ৮৩৩৯, ৮৬৮৭, ৯১৯০
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সহিহ ইবনে মাজাহ ৩৯২৮
জাবির [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ মানুষ “লা ইলাহা ইল্লাল্লাহ” না বলা পর্যন্ত আমি তাহার বিরুদ্ধে যুদ্ধ করিতে আদিষ্ট হয়েছি। তাহারা “লা ইলাহা ইল্লাল্লাহ” বললে আমার থেকে তাহাদের জান-মালের নিরাপত্তা লাভ করিল। কিন্তু দ্বীন ইসলামের অধিকারের বিষয়টি স্বতন্ত্র। তাহাদের চূড়ান্ত হিসাব গ্রহণের বিষয়টি আল্লাহর উপর ন্যস্ত। [৩২৬০] [৩২৬০] মুসলিম ২১, নাসাঈ ৩৯৭৭, আহমাদ ১৩৭৯৭, ১৪৮১৯।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সহিহ ইবনে মাজাহ ৩৯২৯
আওস বিন হুযায়ফাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
আমরা নবী [সাল্লাল্লাহু আঃ]-এর নিকট উপবিষ্ট ছিলাম। তিনি আমাদেরকে [অতীতের] ঘটনাবলী উল্লেখপূর্বক উপদেশ দিচ্ছিলেন। ইত্যবসরে এক ব্যক্তি তাহাঁর নিকট এসে তাহাঁর সাথে একান্তে কিছু বলল। নবী [সাল্লাল্লাহু আঃ] বললেনঃ তোমরা তাহাকে নিয়ে গিয়ে হত্যা করো। লোকটি ফিরে গেলে রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] তাহাকে ডেকে জিজ্ঞেস করিলেনঃ তুমি কি সাক্ষ্য দাও যে, “আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই”? সে বলল, হাঁ। তিনি বলেনঃ যাও, তোমরা তাহাকে তাহার পথে ছেড়ে দাও। কারণ লোকেরা “লা ইলাহা ইল্লাল্লাহ” না বলা পর্যন্ত আমাকে তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। তাহারা তাই করিলে তাহাদের জান-মালে হস্তক্ষেপ আমার জন্য হারাম হয়ে গেলো। [৩২৬১][৩২৬১] নাসাঈ ৩৯৭৯, ৩৯৮২, ৩৯৮৩, আহমাদ ১৫৭২৭, দারেমী ২৪৪৬।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সহীহ আল্-কালিমুত তাইয়িব

Reviews

There are no reviews yet.

Be the first to review “সহীহ আল্-কালিমুত তাইয়িব”

Your email address will not be published. Required fields are marked *