Description
সহীহ খুৎবায়ে মুহাম্মাদী
সহীহ খুৎবায়ে মুহাম্মাদী
সহিহ ইবনে মাজাহ ৩৮৩৪
আনাস বিন মালিক [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] পর্যাপ্ত পরিমাণে বলিতেন ঃ “হে আল্লাহ্! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো”। এক ব্যক্তি বলেন, হে আল্লাহ্র রাসূল! আমাদের ব্যাপারে আশংকা করেন? আমরা তো আপনার উপর ঈমান এনেছি এবং আপনি যা নিয়ে এসেছেন সেই বিষয়ে আমরা আপনাকে সত্যবাদী বলে স্বীকার করে নিয়েছি। তিনি বলেনঃ অন্তরসমূহ মহামহিমান্বিত করুণাময়ের দু আঙ্গুলের মাঝে অবস্থিত। তিনি সেগুলোকে ওলট-পালট করেন। আমাশ [রাজি.] তাহার দু আঙ্গুল দ্বারা ইশারা করেন। [৩১৬৬][৩১৬৬] তিরমিজি ২১৪০। আয যিলাল ২২৫, তাখরিজুল ঈমান লি ইবন আবী শায়বাহ ৫৫-৫৮।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সহিহ ইবনে মাজাহ ৩৮৩৫
আবু বকর সিদ্দীক [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] কে বলিলেন, আমাকে একটি দুআ শিখিয়ে দিন যাহার দ্বারা আমি আমার সলাতের মধ্যে দুআ করিতে পারি। তিনি বলেনঃ তুমি বলো, “হে আল্লাহ্! নিশ্চয়ই আমি আমার সত্তার উপর অনেক অত্যাচার করেছি, তুমি ভিন্ন গুনাহ মাফ করার আর কেউ নাই। অতএব তুমি আমাকে মাফ করে দাও। কেননা তুমিই কেবল ক্ষমা করিতে পারো এবং আমার প্রতি দয়া করো। নিশ্চয়ই তুমি ক্ষমাকারী, অতি দয়ালু”। [৩১৬৭][৩১৬৭] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ৮৩৪, ৬৩২৬, ৭৩৮৮, মুসলিম ২৭০৫, তিরমিজি ৩৫৩১, নাসাঈ ১৩০২, আহমাদ ৮, ২৯।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সহিহ ইবনে মাজাহ ৩৮৩৬
আবু উমামাহ আল-বাহিলী [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] একটি লাঠিতে ভর দিয়ে আমাদের নিকট বেরিয়ে এলেন। আমরা তাহাঁকে দেখামাত্র দাঁড়িয়ে গেলাম। তিনি বলেনঃ পারস্যবাসীরা তাহাদের নেতাহাদের সাথে যেরূপ করে, তোমরা তদ্রূপ করো না। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আপনি যদি আমাদের জন্য আল্লাহর নিকট দুআ করিতেন। তিনি বলেন, “হে আল্লাহ্! আমাদের মাফ করে দাও, আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি সন্তুষ্ট থাকো, আমাদের দুআ কবুল করো, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও, আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও, আমাদের অবস্থা সংশোধন করে দাও সম্পূর্ণভাবে এবং আমাদের জন্য আরো অধিক দয়া করুন।” তখন তিনি বলেনঃ আমি কি তোমাদের সকল প্রয়োজন একত্র করে দেইনি? [৩১৬৮][৩১৬৮] আবু দাউদ ৫২৩০, আহমাদ ২১৬৭৭, ২১৬৯৭। দঈফাহ ২৪৬।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সহিহ ইবনে মাজাহ ৩৮৩৭
আবু হুরাইরাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলিতেন ঃ “হে আল্লাহ্! আমি তোমার নিকট চারটি জিনিস থেকে আশ্রয় চাই ঃ এমন জ্ঞান থেকে যা উপকারে আসে না, এমন অন্তর থেকে যা ভীত-বিহ্বল হয় না, এমন আত্মা থেকে যা তৃপ্ত হয় না এবং এমন দুআ থেকে যা কবুল করা হয় না”। [৩১৬৯] [৩১৬৯] নাসাঈ ৫৫৩৬, ৫৫৩৭। আবু দাউদ ১৫৪৮।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সহীহ খুৎবায়ে মুহাম্মাদী
Reviews
There are no reviews yet.