Select Page

সহীহ পর্দা শিক্ষা

৳ 15.00

Description

সহীহ পর্দা শিক্ষা

সহীহ পর্দা শিক্ষা বই

সুনান আবু দাউদ ২৬৮০
ইয়াহইয়া ইবন আবদুল্লাহ ইবন আবদুর রহমান ইবন সাদ ইবন যুরারাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি {ইয়াহইয়া} বলেন, যখন বদরের যুদ্ধের সময় বন্দীদের আনা হয় তখন সাওদা্হ বিনতু যামআহ {রাদি.} আফরা পরিবারের নিকট আফরার ছেলে আওফ ও মুআব্বিজের পাশে উটশালায় ছিলেন। বর্ণনাকারী বলেন, এটি পর্দার বিধানের পুর্বের ঘটনা। বর্ণনাকারী বলেন, সাওদা্হ {রাদি.} বলিলেন, আল্লাহর শপথ! আমি তাহাদের কাছে ছিলাম। আমি ফিরে আসলে বলা হলো, এরা সবাই বন্দী। এদেরকে আনা হয়েছে। আমি নিজের ঘরে এলাম। তখন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} আমার ঘরেই ছিলেন। আমাদের ঘরের এক কোনে আবু ইয়াযীদ সুহাইল ইবন আমরকে দেখিতে পেলাম। তার দুই হাত রশি দিয়ে ঘাড়ের সাথে বাধাঁ। অতঃপর বর্ণনাকারী অবশিষ্ট হাদিস বর্ণনা করেন। আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, আওফ ইবন আফরা্হ ও মুআব্বিজ ইবন আফরা্হ {রাদি.} বদর যুদ্ধে আবু জাহল ইবন হিশামকে হত্যা করেন। তারা তার বিরুদ্ধে লড়েছেন, আবু জাহল কে তারা চিনতেন না। তারাও বদর যুদ্ধে নিহত হোন।

এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সুনান আবু দাউদ ২০৫৭
আয়িশাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আবুল কুয়াইসের পুত্র আফলাহ {রাদি.} আমার কাছে এলে আমি তার থেকে পর্দা করলাম। তিনি বলিলেন, তুমি আমার থেকে পর্দা করছো? অথচ আমি তোমার চাচা। আমি বলিলাম, তা কেমন করে? তিনি বলিলেন, আমার ভাইয়ের স্ত্রী তোমাকে দুধ পান করিয়েছে। আয়িশাহ {রাদি.} বলিলেন, আমাকে তো একজন মহিলা দুধ পান করিয়েছেন, কোন পুরুষ তো নয়। এমন সময় আমার নিকট রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} আসলেন। আমি তাঁকে ঘটনাটি জানালে তিনি বলিলেনঃ সে তোমার চাচা। সূতরাং সে তোমার নিকট আসতে পারে।

এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
কোন ব্যক্তি স্বীয় স্ত্রীর সাথে সঙ্গমের পর তা অন্যকে বর্ণনা দেয়া নিষেধ
সুনান আবু দাউদ ২১৭৪
আবু নাদরাহ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, ত্বোফাওয়াত স্থানের এক বৃদ্ধ আমাকে বলিয়াছেন, একদা আমি মদিনায় মেহমান হিসেবে আবু হুরায়রা {রাদি.}-এর নিকট অবস্থান করি। এ সময় আমি নাবী {সাল্লাল্লাহু আঃ} এর সাহাবীদের মধ্যে কাউকে তার চেয়ে অধিক ইবাদতকারী ও নিষ্ঠাবান অতিথি পরায়ণ দেখিনি। একবার আমি তার কাছে ছিলাম, তখন তিনি খাটের উপর বসা ছিলেন। তার সাথে পাথর বা খেজুরের আঁটির একটি থলি। এ সময় খাটের নিচে মেঝের উপর তার একটি কৃষ্ণবর্ণ দাসী বসা ছিল। তিনি ঐ গুটিগুলো দিয়ে তাসবীহ পাঠ করিতে থাকেন। থলির গুটি শেষ হলে তিনি থলিটি দাসীর কাছে নিক্ষেপ করেন, আর সে তা ভর্তি করে পুনরায় তাহাকে প্রদান করে। তখন তিনি বলিলেন, আমি কি তোমাকে আমার পক্ষ হইতে এবং রাসূলুল্লাহ্র {সাল্লাল্লাহু আঃ} পক্ষ হইতে হাদিস বর্ণনা করবো না? লোকটি বলেন, আমি বলিলাম, হ্যাঁ। অতঃপর তিনি বলিলেন, একদা আমি জ্বরে আক্রান্ত হয়ে মাসজিদে পড়ে থাকি। এমন সময় রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} মাসজিদে প্রবেশ করে জিজ্ঞেস করিলেন, দাওসী যুবকটির সংবাদ কে দিতে পারে? কথাটি তিনি তিনবার বলিলেন। জনৈক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল! তিনি তো জ্বরে আক্রান্ত হয়ে মাসজিদের এক পাশে পড়ে আছেন। তিনি হেঁটে আমার কাছে আসলেন এবং তাহাঁর হাত আমার গায়ের উপর রেখে আমাকে কিছু উত্তম কথা বলিলেন। আমি উঠে বসলাম। এরপর তিনি এখান থেকে হেঁটে সলাত আদায়ের স্থানে গিয়ে লোকদের দিকে মুখ করে দাঁড়ালেন। এ সময় তাহাঁর সাথে দুই কাতার পুরুষ ও এক কাতার মহিলা অথবা দুই কাতার মহিলা ও এক কাতার পুরুষ ছিলো। অতঃপর তিনি বলিলেনঃ যদি শয়তান আমাকে সলাতে কিছু ভুলিয়ে দেয় তবে পুরুষেরা সুবহানাল্লাহ বলবে, আর মহিলারা হাতের উপর হাত মেরে আমাকে সতর্ক করিবে। বর্ণনাকারী বলেন, তিনি সলাত পড়ালেন, কিন্তু সলাতে কোথাও ভুল করেননি। তারপর তিনি বলিলেনঃ তোমরা নিজ অবস্থানে থাকো। তিনি আল্লাহর প্রশংসা করে পুরুষদের দিকে মুখ ফিরে বলিলেনঃ তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে নিজ স্ত্রী সঙ্গমের সময় দরজা বন্ধ করে, নিজেকে পর্দায় আড়াল করে এবং আল্লাহর নির্দেশমত তা গোপন রাখে? তারা বলিলেন, হ্যাঁ। তিনি বললেলঃ পরে {মিলন শেষে} এ কথা বলে যে, আমার স্ত্রীর সাথে আমি এরূপ এরূপ করেছি। বর্ণনাকারী বলেন, এ কথা শুনে সবাই চুপ হয়ে গেল। অতঃপর তিনি মহিলাদেরকে লক্ষ্য করে বলিলেনঃ তোমাদের মধ্যে এমন নারী আছে কি যে তার সঙ্গমের কথা নারীদেরকে বলে বেড়ায়? নারীরাও সবাই চুপ হয়ে গেল। এ সময় এক যুবতী নারী তার দুই পায়ে ভর দিয়ে ঘাড় উঁচু করে বসলো, যাতে রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} তাহাকে দেখিতে পান এবং তার কথা শুনতে পান। যুবতী বললো, হে আল্লাহর রাসূল! আপনি যা বলিয়াছেন, আসলেই তা ঘটে। পুরুষেরা পুরুষদের মধ্যে, আর নারীরা নারীদের মধ্যে এরূপ কথা বলে থাকে। এরপর তিনি বলিলেনঃ তোমরা কি জানো, এদের উদাহরণ কি? তিনি বলিলেনঃ এদের উদাহরণ হচ্ছে, এমন এক শয়তানের যে স্ত্রী শয়তানের কাছে গিয়ে প্রকাশ্যে নিজেদের যৌনক্ষুধা মিটালো, এই দৃশ্য লোকেরা স্বচক্ষে দেখলো। সাবধান! জেনে রাখো, পুরুষের জন্য এমন সুগদ্ধি ব্যবহার করা উচিৎ, যার ঘ্রাণ আছে কিন্তু রং নেই। সাবধান! নারীদের জন্য এমন সুগদ্ধি ব্যবহার করা উচিত যেটার রং আছে, কিন্তু ঘ্রাণ নেই।
ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, হাদিসের এখান থেকে পরবর্তী অংশটুকু আমি আমার শায়খ মুআম্মাল ও মূসা উভয় থেকে সংরক্ষণ করেছি। {এতে রয়েছেঃ} সাবধান! কোন পুরুষ যেন অন্য পুরুষের সাথে এবং কোন নারী যেন অন্য নারীর সাথে একই বিছানায় না ঘুমায়। অবশ্য পিতা পুত্রের সাথে এবং পুত্র পিতার সাথে একই বিছানায় ঘুমাতে পারে। ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, তাহাদের তৃতীয় উক্তিটি আমার মনে নেই। অবশ্য তা মুসাদ্দাদের হাদিসে আছে, কিন্তু আমি তার থেকে কথাটি দৃড়ভাবে আয়ত্ত করিতে পারিনি। (২১৭৪)

দুর্বলঃ ইরওয়া {২০১১, তালীকুর রাগীব ৯৩/৯৬}।

সহীহ পর্দা শিক্ষা

Reviews

There are no reviews yet.

Be the first to review “সহীহ পর্দা শিক্ষা”

Your email address will not be published. Required fields are marked *