Select Page

সহীহ মুসলিম বাংলাদেশ ইসলামিক সেন্টার ৩য় খন্ড

Description

সহীহ মুসলিম বাংলাদেশ ইসলামিক সেন্টার ৩য় খন্ড

১৬. অধ্যায়ঃ

গোসল করার সময় কাপড় কিংবা অনুরূপ কিছু দিয়ে পর্দা করে নেবে

৬৫১

উম্মু হানী বিনতু আবু তালিব [রাঃআঃ] হইতে বর্ণীত আছেঃ

তিনি বলেন, মাক্কাহ বিযয়ের বছর আমি রসূলু ল্লাহ [সাল্লাল্লাহু আঃ]-এর কাছে গেলাম। তখন আমি তাকে এ অবস্থায় পেলাম যে, তিনি গোসল করছিলেন, আর তার কন্যা ফাতিমাহ্‌ একটি কাপড় দিয়ে তাকে আড়াল করে রেখেছিল।৯২ [ইসলামিক ফা:- ৬৫৫, ইসলামিক সে.- ৬৭০]

{৯২} ইমাম নাবাবী[রাহিমাহুল্লাহ] বলেনঃ প্রয়োযনের সময় গুপ্তাঙ্গ খোলা জায়িয, যেমন নির্জনে গোসল করার সময়, প্রসাব করার সময়, স্ত্রী সহবাসের সময় । কিন্তু লোক সম্মুখে গুপ্তাঙ্গ খোলা কখনও বৈধ নয় । অন্যান্য উলামায়ে কিরাম বলেন, নির্জনে গোসলের সময়ও লুঙ্গি পড়ে থাকা মুস্তাহাব । তাই প্রয়োযনে উলঙ্গ হয়ে গোসল করাও বৈধ আছে । [নাবাবী]

৬৫২

উম্মু হানী বিনতু আবু তালিব [রাঃআঃ] হইতে বর্ণীত আছেঃ

মক্কা বিযয়ের বছর তিনি রসূলু ল্লাহ [সাল্লাল্লাহু আঃ]-এর কাছে এলেন। তিনি তখন মাক্কার উঁচু এলাকায় অবস্থান করছিলেন। রসূলু ল্লাহ [সাল্লাল্লাহু আঃ] গোসল করিতে গেলে ফাতিমাহ্‌ তাঁকে আড়াল করেন। এরপর তিনি নিজের কাপড় নিয়ে পরিধান করিলেন। তারপর আট রাকআত চাশতের নামায আদায় করিলেন। [ইসলামিক ফা:- ৬৫৬, ইসলামিক সে.- ৬৭১]

৬৫৩

সাইদ ইবন আবু হিন্‌দ [রাঃআঃ] হইতে বর্ণীত আছেঃ

অতঃপর তিনি বলেন, এরপর তাহার  কন্যা ফাতিমাহ্‌ তাহার  কাপড় দিয়ে তাঁকে আড়াল করে রেখেছিল। গোসল শেষে তিনি ঐ কাপড় নিয়ে পরিধান করিলেন। তারপর দাঁড়িয়ে আট রাকআত নামায আদায় করিলেন। আর সেটা ছিল চাশতের সময়। [ইসলামিক ফা:- ৬৫৭, ইসলামিক সে.- ৬৭২]

৬৫৪

মাইমুনাহ্‌ [রাঃআঃ] হইতে বর্ণীত আছেঃ

তিনি বলেন, আমি রসূলু ল্লাহ [সাল্লাল্লাহু আঃ]-এর যন্যে পানি রাখলাম এবং তাঁকে আড়াল করলাম। এরপর তিনি গোসল করিলেন। [ইসলামিক ফা:- ৬৫৮, ইসলামিক সে.- ৬৭৩]

১৭. অধ্যায়ঃ

লজ্জাস্থানের দিকে তাকানো হারাম

৬৫৫

আবু সাইদ আল খুদরী[রাঃআঃ] হইতে বর্ণীত আছেঃ

রসুলূল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেন, কোন পুরুষ অপর পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না এবং কোন মহিলা অপর মহিলা লজ্জাস্থানের দিকে তাকাবে না; কোন পুরুষ অপর পুরুষের সাথে এক কাপড়ের নীচে [উলঙ্গ অবস্থায়] ঘুমাবে না এবং কোন মহিলা অপর মহিলার সাথে একই কাপড়ের নীচে ঘুমাবে না।৯৩

[ইসলামিক ফা:- ৬৫৯, ইসলামিক সে.- ৬৭৪]

{৯৩} “কোন পুরুষ অপর পুরুষের সাথে এক কাপড়ের নীচে ঘুমাবে না এবং কোন মহিলা অপর মহিলার সাথে একই কাপড়ের নীচে ঘুমাবে না ।” এর দ্বারা উদ্দেশ্য উভয়ের উলঙ্গ অবস্থায় যখন কোন প্রকার কাপড় থাকিবে না । [নাবাবী]

৬৫৬

যাহ্‌হাক ইবন উসমান [রাহিমাহুল্লাহ]-এর সূত্রে হইতে বর্ণীত আছেঃ

উক্ত সানাদে হাদীসটি বর্ণনা করিয়াছেন। তাঁরা উভয়েই [আরবি] এর স্থলে [আরবি] এর উল্লেখ করিয়াছেন। অর্থাৎ- উলঙ্গ অবস্থায় পুরুষ পুরুষের দিকে এবং নারী নারীর দিকে তাকাতে পারবেনা এবং একই বিছানায় ঘুমাবে না। [ইসলামিক ফা:- ৬৬০, ইসলামিক সে.- ৬৭৫]

১৮. অধ্যায়ঃ

নির্জনে উলঙ্গ হয়ে গোসল করা জায়িয

৬৫৭

হাম্মাম ইবন মুনাব্বিহ্‌ [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীত আছেঃ

তিনি কয়েকটি হাদীস উল্লেখ করে বলেন, এগুলো আবু হুরায়রা [রাঃআঃ] মুহাম্মাদুর রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] থেকে আমার কাছে বর্ণনা করিয়াছেন। তন্মধ্যে একটি হল, রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেন, বানী ইসরাইলগণ উলঙ্গ হয়ে গোসল করত, একে ওপরের লজ্জাস্থানের দিকে দেখত। আর মূসা [আঃ] গোসল করিতেন একাকী। তাই তারা বলাবলি করত, আল্লাহর কসম মূসা আমাদের সাথে গোসল করে না কারণ তার একশিরা রোগ হয়েছে। একবার তিনি গোসল করিতে গিয়ে একটি পাথরের উপর তাহার  কাপড় রাখলেন। এরপর পাথরটি তাহার  কাপড় নিয়ে দৌড়াতে লাগল। রাবী বলেন, মূসা [আঃ] তার পিছু পিছু ছুটলেন আর বলিতে লাগলেন, পাথর! আমার কাপড়, পাথর! আমার কাপড়। এমনিভাবে বনী ইসরাইলগণ মূসা [আঃ]-এর লজ্জাস্থান দেখে ফেলল এবং তারা বলিল, আল্লাহর কসম মুসার তো কোন খুত নেই। এরপর পাথর দাঁড়িয়ে গেল এবং তাঁকে দেখে নিল। রাবী বলেন, এরপর তিনি তাহার  কাপড় তুলে নিলেন এবং [রাগে] পাথরকে মারতে শুরু করে দিলেন।

 

আবু হুরায়রা [রাঃআঃ] বলেন, আল্লাহর কসম! পাথরের ওপর মূসা [আঃ]- এর আঘাতের ছয়টি কি সাতটি চিহ্ন রয়েছে। [ইসলামিক ফা:- ৬৬১, ইসলামিক সে.- ৬৭৬]

১৯. অধ্যায়ঃ

লজ্জাস্থান ঢাকার ব্যাপারে বিশেষভাবে সাবধানতা অবলম্বনের বর্ণনা

৬৫৮

জাবির ইবন আবদুল্লা [রাঃআঃ] হইতে বর্ণীত আছেঃ

তিনি বলেন, যখন কাবাহ্‌ তৈরি করা হচ্ছিল তখন রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] ও আব্বাস [রাঃআঃ] পাথর বয়ে নিয়ে যাচ্ছিলেন। আব্বাস [রাঃআঃ] রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ]-কে বলিলেন, পাথর বহনের সুবিধার্থে তোমার লুঙ্গি কাঁধের উপর তুলে নাও। এরপর তিনি এরুপ করিলেন। সাথে সাথেই তিনি [বেহুশ হয়ে] মাটিতে পড়ে গেলেন। আর তাহার  উভয় চোখ আকাশের দিকে নিবদ্ধ হল। তারপর তিনি দাঁড়িয়ে বলিলেন, আমার লুঙ্গি , আমার লুঙ্গি। এরপর তাহার  লুঙ্গি পরিয়ে দেয়া হল। ইবন রাফি তার রিওয়াতে কাধের স্থলে ঘাড়ে উল্লেখ করিয়াছেন। [ইসলামিক ফা:- ৬৬২, ইসলামিক সে.- ৬৭৭]

৬৫৯

জাবির ইবন আব্দুল্লাহ [রাঃআঃ] হইতে বর্ণীত আছেঃ

তিনি বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] তাদের সাথে কাবাহ্‌ মেরামতের যন্যে পাথর বয়ে নিচ্ছিলেন। আর তাহার  পরনের ছিল লুঙ্গি। এরপর তাহার  চাচা আব্বাস [রাঃআঃ] তাঁকে বলিলেন, ভাতিজা; তোমার লুঙ্গি খুলে যদি কাঁধের উপর পাথরের নীচে রেখে নিতে [তাহলে ভাল হত]। তিনি লুঙ্গি খুলে তাহার  কাঁধের উপর রাখলেন। সাথে সাথেই তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। যাবির [রাঃআঃ] বলেন, সেদিনের পর থেকে আর কখনো তাঁকে উলঙ্গ দেখা যায়নি। [ইসলামিক ফা:- ৬৬৩, ইসলামিক সে.-৬৭৮]

৬৬০

মিসওয়ার ইবন মাখরামাহ্‌ [রাঃআঃ] হইতে বর্ণীত আছেঃ

তিনি বলেন, আমি একটি ভারী পাথর বয়ে নিয়ে যাচ্ছিলাম। আর তখন আমার পরনে ছিল একটা পাতলা লুঙ্গি। তিনি বলেন, এরপর আমার লুঙ্গি খুলে গেল। পাথরটি তখন আমার কাছে ছিল। তাই আমি লুঙ্গি তুলে নিতে পারলাম না। এমনিভাবে আমি পাথরটি যথাস্থানে নিয়ে গেলাম। এরপর রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলিলেন, তোমার কাপড়ের কাছে ফিরে গিয়ে তা নিয়ে এসো। আর কখনো উলঙ্গ হয়ে চলবে না। [ইসলামিক ফা:- ৬৬৪, ইসলামিক সে.- ৬৭৯]

Reviews

There are no reviews yet.

Be the first to review “সহীহ মুসলিম বাংলাদেশ ইসলামিক সেন্টার ৩য় খন্ড”

Your email address will not be published. Required fields are marked *