Select Page

সহীহ মুসলিম বাংলাদেশ ইসলামিক সেন্টার ৮ম খন্ড

Description

সহীহ মুসলিম বাংলাদেশ ইসলামিক সেন্টার ৮ম খন্ড

৫. অধ্যায়ঃ

ঘুম থেকে জেগে মুখ এবং দুহাত ধুয়ে নিবে

৫৮৫

ইবন আব্বাস [রাঃআঃ] হইতে বর্ণীত আছেঃ

একদা নাবী [সাল্লাল্লাহু আঃ] রাতে [ঘুম থেকে] জেগে প্রাকৃতিক প্রয়োযন সারলেন [প্রস্রাব-পায়খানা], তারপর তাহার  মুখমন্ডল এবং উভয় হাত ধুলেন। এরপর ঘুমিয়ে গেলেন। [ইসলামিক ফা:- ৫৮৯, ইসলামিক সে.- ৬০৫]

৬. অধ্যায়ঃ

নাপাক অবস্থায় ঘুমানো জায়িয; তবে খাদ্যগ্রহণ, শয়নকালে অথবা স্ত্রীর সাথে মেলামেশা করিতে চাইলে তার যন্যে ওযূ করা এবং লজ্জাস্থান ধুয়ে নেয়া মুস্তাহাব

৫৮৬

আয়েশাহ [রাঃআঃ] হইতে বর্ণীত আছেঃ

রসুলূল্লাহ্ [সাল্লাল্লাহু আঃ] নাপাকী অবস্থায় যখন ঘুমাতে ইচ্ছা করিতেন তখন ঘুমাবার আগে নামাজের যন্য যেমন ওযূ করিতে হয় তেমন ওযূ করিতেন। [ইসলামিক ফা:- ৫৯০, ইসলামিক সে.- ৬০৬]

৫৮৭

আয়েশাহ [রাঃআঃ] হইতে বর্ণীত আছেঃ

তিনি বলেন, রসুলূল্লাহ্ [সাল্লাল্লাহু আঃ] যখন নাপাক থাকতেন তখন কিছু খেতে অথবা ঘুমানো ইচ্ছা করলে ওযূ করে নিতেন যেমন, নামাজের ওযূ করিতেন। [ইসলামিক ফা:- ৫৯১, ইসলামিক সে.- ৬০৭]

৫৮৮

মুহাম্মাদ ইবন আল মুসান্না, ইবন বাশশার ও উবাইদুল্লাহ্ ইবন মুআয [রাহিমাহুল্লাহ]-এর সূত্রে হইতে বর্ণীত আছেঃ

উক্ত সানাদে হাদীসটি বর্ণনা করিয়াছেন।

ইবন আল মুসান্না তাহার  হাদীসে বলেছেন: আমাকে হাকাম বর্ণনা করে বলেন যে, আমি ইবরাহীমকে এ হাদীস বলিতে শুনেছি। [ ইসলামিক ফা:- ৫৯২, ইসলামিক সে.- ৬০৮]

৫৮৯

ইবন ওমর [রাঃআঃ] হইতে বর্ণীত আছেঃ

একদিন ওমর [রাঃআঃ] জিজ্ঞেস করিলেন, ইয়া রসুলুল্লাহ্ [সাল্লাল্লাহু আঃ]! আমাদের কেউ নাপাক অবস্থায় কি ঘুমাতে পারবে? তিনি বললেনঃহ্যাঁ, যখন সে ওযূ করে নিবে। [ইসলামিক ফা:- ৫৯৩, ইসলামিক সে.- ৬০৮]

৫৯০

ইবন ওমর [রাঃআঃ] হইতে বর্ণীত আছেঃ

ওমর [রাঃআঃ] একবার নাবী [সাল্লাল্লাহু আঃ] এর কাছে ফাতাওয়া জিজ্ঞেস করিলেন যে, আমাদের কেউ কি নাপাক অবস্থায় ঘুমাতে পারবে? তিনি বলিলেন, হ্যাঁ, সে যেন ওযূ করে তারপর ঘুমায়। এরপর যখন ইচ্ছা গোসল করে নেয়। [ইসলামিক ফা:- ৫৯৪, ইসলামিক সে.- ৬১০]

৫৯১

ইবন ওমর [রাঃআঃ] হইতে বর্ণীত আছেঃ

ওমর ইবনল খাত্তাব [রাঃআঃ] একবার রসূলু ল্লাহ [সাল্লাল্লাহু আঃ] কে বলিলেন, তিনি যদি রাতে [স্ত্রী সহবাসকালে] নাপাক হন [তাহলে কি করবেন]। অতঃপর রসূলু ল্লাহ [সাল্লাল্লাহু আঃ] তাঁকে বলিলেন, তুমি [তখন] ওযূ করিবে এবং তোমার লজ্জাস্থান ধুয়ে ফেলবে তারপর ঘুমাবে। [ইসলামিক ফা:- ৫৯৫, ইসলামিক সে.- ৬১১]

৫৯২

আবদুল্লাহ্ ইবন আবু কায়স [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীত আছেঃ

তিনি বলেন, আমি রসুলুল্লাহ্ [সাল্লাল্লাহু আঃ] এর বিতর সম্বন্ধে আয়েশাহ [রাঃআঃ]-কে প্রশ্ন করলাম। তিনি [তৎবিষয়ে] হাদীস বর্ণনা করিলেন। আমি জিজ্ঞেস করলাম, তিনি নাপাকির সময় কী করিতেন, তিনি কি ঘুমাবার আগে গোসল করিতেন, না গোসল করার আগে ঘুমাতেন? তিনি {আয়েশাহ [রাঃআঃ]} বলিলেন, সবই করিতেন। কখনো গোসল করে ঘুমাতেন আর কখনো ওযূ করে ঘুমিয়ে পড়তেন। আমি বললাম, সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি সব কাজেই অবকাশ রেখেছেন। [ইসলামিক ফা:- ৫৯৬, ইসলামিক সে.- ৬১২]

৫৯৩

যুহায়র ইবন হারব ও হারূন সাইদ আল আইলী [রাহিমাহুল্লাহ] মুআবিয়াহ্ ইবন সালিহ [রাহিমাহুল্লাহ] এর সূত্রে হইতে বর্ণীত আছেঃ

উক্ত সানাদে এ হাদীসটি বর্ণনা করিয়াছেন। [ইসলামিক ফা:- ৫৯৭, ইসলামিক সে.- ৬১৩]

৫৯৪

আবু সাইদ আল খুদরী [রাঃআঃ] হইতে বর্ণীত আছেঃ

তিনি বলেন, রসুলুল্লাহ্ [সাল্লাল্লাহু আঃ] বলেছেন: তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে মিলিত হইবে তারপর আবার মিলিত হবার ইচ্ছা করিবে সে যেন ওযূ করে নেয়।

আবু বাকর তার হাদীসে উভয় মিলনের মধ্যে ওযূ করিবে বাক্যটি বাড়িয়েছেন এবং এর স্থলে [আরবী] বলেছেন। [ইসলামিক ফা:- ৫৯৮, ইসলামিক সে.- ৬১৪]

৫৯৫

আনাস [রাঃআঃ] হইতে বর্ণীত আছেঃ

রসূলু ল্লাহ [সাল্লাল্লাহু আঃ] তাহার  সকল স্ত্রীর কাছে একই গোসলে যেতেন। [ইসলামিক ফা:- ৫৯৯, ইসলামিক সে.- ৬১৫]

Reviews

There are no reviews yet.

Be the first to review “সহীহ মুসলিম বাংলাদেশ ইসলামিক সেন্টার ৮ম খন্ড”

Your email address will not be published. Required fields are marked *