Select Page

সালাত, দু’আ ও যিকর

৳ 75.00

Description

সালাত, দু’আ ও যিকর

সালাত, দু’আ ও যিকর বই

মুয়াত্তা মালিক ১৬৯
আবদুল্লাহ ইবন আব্বাস {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
উম্মুল ফযল বিনত হারিস {রাজি.} তাহাকে সূরা মুরসালাত পাঠ করিতে শুনে বলেছেন, হে বৎস! তুমি এই সূরা পাঠ করে রাসূলুল্লাহ সাঃআঃ-এর কথা স্মরণ করিয়ে দিলে। এই সূরাটি সর্বশেষ সূরা যা রাসূলুল্লাহ সাঃআঃ-এর পবিত্র মুখে মাগরিবের নামাযে পাঠ করিতে আমি শুনিয়াছি। {বোখারি ৭৬৩, মুসলিম ৪৬২}এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
মুয়াত্তা মালিক ৩৮৪
আবু মাসউদ আনসারী {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
সাদ ইবন উবাদা {রাজি.}-এর মজলিসে রসূলুল্লাহ্ সাঃআঃ আমাদের নিকট শুভাগমন করলেন। বশীর ইবন সাদ {রাজি.} রসূলুল্লাহ্ সাঃআঃ-এর নিকট বলিলেন, ইয়া রসূলুল্লাহ্ সাঃআঃ! আল্লাহ আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন আপনার উপর দরূদ পাঠ করার জন্য। আমরা আপনার প্রতি কিভাবে দরূদ পাঠ করব ? আবু মাসউদ আনসারী বলেন, এ প্রশ্ন শোনার পর, রসূলুল্লাহ্ সাঃআঃ নীরব রইলেন। এমন কি {তাঁর নীরবতা দেখিয়া} আকাঙ্ক্ষা করলাম, যদি প্রশ্নকারী প্রশ্ন না-ই করত {তা হলে ভাল হত}। অতঃপর তিনি বলিলেন, এইরূপ বল
اَللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيْدٌ.
{এটা হচ্ছে সালাত বা দরূদ} আর সালাম যেরূপ তোমরা অবগত হয়েছ। {সহীহ, মুসলিম ৪০৫}
এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
মুয়াত্তা মালিক ৪৭৮
আবুদ্দারদা {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
আমি কি তোমাদেরকে সংবাদ দেব না তোমাদের আমলসমূহের মধ্যে সর্বোত্তম আমলের, যা তোমাদেরকে সর্বাপেক্ষা উচ্চ মর্যাদায় সমাসীনকারী এবং তোমাদের প্রভুর সর্বাপেক্ষা পবিত্র, সে আমলের আর {যা} তোমাদের জন্য স্বর্ণ ও রৌপ্য দান করা হইতে উত্তম এবং তা উত্তম তোমাদের জন্য এটা হইতে যে, তোমরা তোমাদের শত্র“র সাথে যুদ্ধ কর, ফলে তারা তোমাদেরকে হত্যা করে এবং তোমরা তাদের গর্দান কাট। উপস্থিত {লোকেরা} বলিলেন, হ্যাঁ, বলুন। তিনি বলিলেন, এ আমল হচ্ছে ذِكْرِ اللهِ {আল্লাহর যিকির}। {সহীহ মারফু, তিরমিজী ৩৩৭৭, ইবন মাজাহ ৩৭৯০, আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন, সহীহ আল-জামে ২৬২৯}
যিয়াদ ইবন আবি যিয়াদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, আবু আবদুর রহমান মুআয ইবন জাবাল {রাজি.} বলেছেন, আল্লাহর যিকির অপেক্ষা আযাব হইতে অধিক নাজাত প্রদানকারী কোন আমল আদম সন্তান সম্পাদন করেনি।এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
মুয়াত্তা মালিক ৪৮৪
আবু হুরায়রা {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
রাসূলুল্লাহ সাঃআঃ বলেছেন, আমাদের প্রভু মহান ও মহিমান্বিত আল্লাহ্ অবতরণ করেন প্রতি রাত্রে দুনিয়ার আসমানে, যখন রাত্রের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে। অতঃপর বলেন, কে {আছে এমন} আমাকে ডাকবে ? আমি তাঁর ডাকে সাড়া দেব। কে {আছে এমন} আমার কাছে সওয়াল করিবে ? আমি তাকে দান করব। কে {আছে এমন} ক্ষমা প্রার্থনা করিবে ? আমি তাকে ক্ষমা করে দেব। {বোখারি ১১৪৫, মুসলিম ৭৫৮}এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস

সালাত, দু’আ ও যিকর

Reviews

There are no reviews yet.

Be the first to review “সালাত, দু’আ ও যিকর”

Your email address will not be published. Required fields are marked *