Select Page

সুন্নাত ও বিদ‘আত

৳ 170.00

Description

সুন্নাত ও বিদ‘আত

সুন্নাত ও বিদ‘আত বই

সুনান আবু দাউদ ১৭৯৮
আবু ওয়াইল {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আস সুবাই ইবন মাবাদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, আমি হাজ্জ ও উমরাহ্র জন্য একত্রে ইহরাম বাঁধায় উমার {রাদি.} বলিলেন, তুমি তোমার নাবী {সাল্লাল্লাহু আঃ} এর সুন্নাত অনুসরণ করেছো। (১৭৯৮) এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ১৮৮৫
আবুত তুফাইল {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি ইবন আব্বাস {রাদি.}-কে বলিলাম, আপনার সম্প্রদায়ের ধারনা, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বায়তুল্লাহ তাওয়াফের সময় দ্রুতপদে হেটেঁছেন এবং এরুপ করা সুন্নাত। তিনি বলিলেন, তারা সত্য বলেছে এবং মিথ্যাও বলেছে। আমি বলিলাম, তারা কি সত্যি বলেছে এবং কি মিথ্যা বলেছে? তিনি বলিলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} রমল করেছেন, এ কথা সত্য কিন্তু একে সুন্নাত বলা মিথ্যা। হুদায়বিয়ার সময় কুরাইশগণ মুসলিমদেরকে তিরস্কারস্বরূপ বলেছিলো যে, মুহাম্মাদ {সাল্লাল্লাহু আঃ} এবং তাহাঁর সাথীদের এভাবেই থাকতে দাও। এমনকি তারা উট ও বকরীর মত মৃত্যুবরন করে নিঃশেষ হইবে। অতঃপর তারা রাসূলুল্লাহ্র {সাল্লাল্লাহু আঃ} এর সাথে সন্ধি চুক্তি করলো, মুসলিমরা আগামি বছর এসে মক্কায় তিন দিন অবস্হান করিবে। সুতরাং পরবর্তী বছর রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} আসলেন। মুশরিকরা কুয়াইকিয়ান পাহাড়ের পাদদেশে সমবেত হলো { মুসলিমদের অবস্হান লক্ষ্য করিতে}। এ সময় রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} তাহাঁর সাহাবীদের নির্দেশ দিলেন যে, তাওয়াফের মধ্যে তিনবার রমল করো। সুতরাং তারা তাই করিলেন। এরূপ করা মুলতঃ সুন্নাত নয়। আমি আবার বলিলাম, আপনার সম্প্রদায়ের ধারনা, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} তার উটে চড়েই সাফা-মারওয়ার মাঝে তাওয়াফ {সাঈ} করেছেন। আর এরূপ নাকি সুন্নাত। তিনি বলিলেন, তারা সত্যও বলেছে এবং মিথ্যাও বলেছে। আমি বলিলাম, তারা কি সত্যি বলেছে এবং কি মিথ্যা বলেছে? তিনি বলিলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} তার উটে সওয়ারী হয়ে সাফা-মারওয়ার মাঝে তাওয়াফ {সাঈ} করেছেন, তাহাদের এ কথা সত্য। কিন্তু এটাকে সুন্নাত বলা মিথ্যা। প্রকৃত ব্যাপার হলো, তখন লোকদের অবস্হা এরুপ ছিলো যে, তাহাদেরকে রাসূলুল্লাহ্র {সাল্লাল্লাহু আঃ} কাছ থেকে সরানো যেতনা এবং তিনিও তাহাদের থেকে বিচ্ছিন্ন থাকতে পারতেন না। সুতরাং তিনি উটে আরোহী অবস্হায় তাওয়াফ {সাঈ} করেছেন। যাতে প্রতিটি লোক তাহাঁর কথা শুনতে পায়, তাঁকে দেখিতে পায় এবং তাহাদের হাত তাহাঁর শরীরে না লাগে। (১৮৮৫)

এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ২২৯১
আবু ইসহাক্ব {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, একদা আমি কুফার জামে মাসজিদে আল-আসওয়াদের সাথে উপস্থিত ছিলাম। তিনি বলেন, ফাত্বিমাহ বিনতু ক্বায়িস {রাদি.} উমার ইবনল খাত্তাব {রাদি.} এর কাছে আগমন করলে তিনি বলিলেন, এক মহিলার কথার উপর ভিত্তি করে আমরা আমাদের প্রতিপালকের কিতাব এবং আমাদের নাবী {সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম} এর সুন্নাত ত্যাগ করিতে পারি না। কেননা আমরা জানি না যে, তিনি প্রকৃত ঘটনা মনে রেখেছেন কিনা?এই হাদিসটির তাহকীকঃ সহিহ মাওকুফ
সফরে রওয়ানা হয়ে মুসাফির কখন সওম ভঙ্গ করিবে?
সুনান আবু দাউদ ২৪১২
জাফার ইবন খাইর {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
আমি রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} সাহাবী আবু বাসরাহ আল-গিফারীর {রাদি.} সাথে রমাযান মাসে মিসরের আল-ফুসতাত থেকে আমর ইবনল আসের {রাদি.} জাহাজে সওয়ার ছিলাম। নৌযানের নোঙ্গর উঠানোর পরে তার সম্মুখে সকালের নাস্তা আনা হলো। জাফার তার বর্ণনায় বলেন, তিনি স্বীয় ঘর-বাড়ি থেকে দূরে যাওয়ার আগেই খাবারের দস্তরখান চাইলেন এবং আমাকে {খাদ্য গ্রহণের জন্য} কাছে ডাকলেন। আমি বলিলাম, আপনি কি ঘর-বাড়ি দেখছেন না? আবু বাসরাহ {রাদি.} বলিলেন, তুমি কি রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} সুন্নাত ছাড়তে চাও? জাফার বলেন, এরপর তিনি খেলেন।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

সুন্নাত ও বিদ‘আত

Reviews

There are no reviews yet.

Be the first to review “সুন্নাত ও বিদ‘আত”

Your email address will not be published. Required fields are marked *