Description
সৌভাগ্যের সিঁড়ি
সৌভাগ্যের সিঁড়ি বই
সুনানু আবু দাউদ ১৫৭২
আলী {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
যুহাইর {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, আমার ধারনা, এ হাদিস নাবী {সাল্লাল্লাহু আঃ} হইতে বর্ণিত। তিনি {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ তোমরা প্রতি চল্লিশ দিরহামে এক দিরহাম {যাকাত} দিবে এবং দুইশো দিরহাম পূর্ণ না হওয়া পর্যন্ত কোন যাকাত নেই। আর দুইশো দিরহাম পূর্ণ হলে তাতে পাঁচ দিরহাম দিতে হইবে। এর অতিরিক্ত হলে, উপরোক্ত হিসাব অনুযায়ী দিতে হইবে। ছাগলের যাকাত হলো, প্রতি চল্লিশটির জন্য একটি বকরী। বকরীর সংখ্যা উনচল্লিশ হলে যাকাত হিসেবে তোমার উপর কিছুই ওয়াজিব নয়। অতঃপর বকরীর হিসাব ও যাকাত যুহরীর বর্ণনানুযায়ী বর্ণনা করেন। বর্ণনাকারী বলেন, গরুর যাকাত হচ্ছে, প্রতি ত্রিশটি গরুর জন্য পূর্ণ এক বছর বয়সী একটি বাছুর এবং চল্লিশটির জন্য পূর্ণ দুই বছরের একটি বাছুর। তবে কৃষিকাজে নিয়োজিত পশুর যাকাত নেই। উটের যাকাতও যুহরীর বর্ণনানুরূপ দিতে হইবে। তিনি {সাল্লাল্লাহু আঃ} বলেনঃ পঁচিশটি উটের জন্য পাঁচটি বকরী এবং একটিও বর্ধিত হলে পঁয়ত্রিশ পর্যন্ত একটি বিনতু মাখাদ দিতে হইবে। বিনতু মাখাদ না থাকলে একটি ইবন লাবূন দিবে। এর থেকে একটিও বৃদ্ধি পেলে ষাট পর্যন্ত গর্ভধারণ করার উপযোগী একটি হিককাহ দিতে হইবে। অতঃপর যুহরীর হাদিসের বর্ণনানুরূপ। তিনি বলেনঃ যদি একটিও বর্ধিত হয় অর্থাৎ একানব্বই হয়, তা থেকে একশো বিশ পর্যন্ত গর্ভধারণ করার উপযোগী দুটি হিককাহ দিবে। আর যাকাত দেয়ার ভয়ে একত্রকে বিচ্ছিন্ন এবং বিচ্ছিন্নকে একত্র করা যাবে না। যাকাত হিসেবে অতিবৃদ্ধ এবং দোষযুক্ত পশু গ্রহণ করা যাবে না। এবং কোন পাঠাও নেয়া যাবে না। তবে আদায়কারী নিতে চাইলে নিতে পারবে। শস্যের যাকাত হচ্ছে, ভুমি নদ-নদী অথবা বৃষ্টির পানি দ্বারা সিঞ্চিত হলে উশর দিতে হইবে {এক-দশমাংশ}। আর যেসব ভূমিতে পানিসেচ করিতে হয় তাতে দিতে হইবে বিশ ভাগের এক ভাগ। আসিম ও হারিসের হাদিসে এটাও রয়েছে, যাকাত প্রতি বছরই দিতে হইবে। যুহাইর বলেন, আমার ধারণা, প্রতি বছর একবার বলিয়াছেন। আসিমের হাদিসে রয়েছে, বিনতু মাখাদ ও ইবন লাবূন না থাকলে দশ দিরহাম অথবা দুটি বকরী প্রদান করিতে হইবে।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনানু আবু দাউদ ১৫৭৩
আলী {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি নাবী {সাল্লাল্লাহু আঃ} হইতে এ হাদিসের প্রথম দিকের কিছু অংশ বর্ণনার পর বলেন, তিনি বলিয়াছেন, তোমার কাছে দুইশো দিরহাম থাকলে এবং তা পূর্ণ এক বছর অতিবাহিত হলে পাঁচ দিরহাম {যাকাত} দিবে। স্বর্ণের ক্ষেত্র বিশ দীনারের কমে যাকাত নেই। বিশ দীনারের পূর্ণ এক বছর অতিবাহিত হলে অর্ধ দীনার দিতে হইবে। এরপর যা বাড়বে তাতে উপরোক্ত হিসেবে যাকাত দিতে হইবে। বর্ণনাকারী বলেন, “উপরোক্ত হিসেবে যাকাত দিতে হইবে” এটা আলীর {রাদি.} কথা নাকি রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} তা আমার জানা নেই। আর পূর্ণ এক বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত কোন সম্পদেই যাকাত দিতে হয় না। ইবন ওয়াহব বলেন, জারীর তার বর্ণনায় বলেন, নাবী {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেন, এক বছর অতিবাহিত না হলে কোন সম্পদেই যাকাত নেই।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনানু আবু দাউদ ১৫৭৪
আলী {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেন, আমি ঘোড়া ও গোলামের যাকাত মাফ করেছি। কিন্তু রৌপ্যের যাকাত প্রতি চল্লিশ দিরহামে এক দিরহাম দিতে হইবে এবং একশো নব্বই তোলা পর্যন্ত যাকাত নেই, যখন দুইশো পূর্ণ হইবে তখন পাঁচ দিরহাম দিতে হইবে। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সৌভাগ্যের সিঁড়ি
Reviews
There are no reviews yet.