Description
স্বলাতে মুবাশ্শির (স)
স্বলাতে মুবাশ্শির (স)
সুনান আবু দাউদ ১৬৪২
আওফ ইবন মালিক {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমরা সাতজন অথবা আটজন অথবা নয়জন রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} নিকট ছিলাম। তিনি বলিলেনঃ তোমরা কি আল্লাহর রসূল {সাল্লাল্লাহু আঃ} এর নিকট বাইআত গ্রহণ করিবে না? অথচ আমরা কয়েকদিন আগেই বাইআত নিয়েছি, তাই আমরা বলিলাম, আমরা তো আপনার কাছে বাইআত হয়েছি। এমনকি তিনি এ কথাটি তিনবার বলিলেন। অতঃপর আমরা আমাদের হাত প্রসারিত করে বাইআত গ্রহণ করলাম। একজন বলিলেন, হে আল্লাহর রসূল ! আমরা তো বাইআত করেছি, তাহলে এখন আবার কিসের উপর বাইআত হবো? তিনি বলিলেনঃ তোমরা এক আল্লাহর ইবাদত করিবে, তাহাঁর সাথে কাউকে শরীক করিবে না, পাঁচ ওয়াক্ত সলাত আদায় করিবে এবং আমীরের কথা শুনবে ও তার আনুগত্য করিবে। তিনি সংক্ষেপে নিচু স্বরে বলিলেনঃ মানুষের কাছে কিছু সওয়াল করিবে না। বর্ণনাকারী বলেন, এদের কেউই {সফরে} একটি ছড়ি নীচে পড়ে গেলেও অন্যকে তা তুলে দিতে অনুরোধ করেননি। {১৬৪২}সহিহ ঃ মুসলিম।
সুনান আবু দাউদ ১৭৫২
ইবন আব্বাস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} মাদীনাহ থেকে {হাজ্জের উদ্দেশ্যে} মক্কায় যাওয়ার সময় যুল-হুলাইফাতে যুহরের সলাত আদায় করেন। অতঃপর তিনি কুরবানীর উট আনালেন এবং তার কুঁজের ডান পাশে জখম করে রক্ত প্রবাহিত করিলেন, তারপর একজোড়া জুতা তার গলায় বেঁধে দিলেন। পরে তাহাঁর সওয়ারী আনা হলে তিনি তার পিঠে উপবিষ্ট হলেন এবং তা আল-বায়দায় তাহাকে নিয়ে দাঁড়ালে তিনি হাজ্জের তালবিয়া পাঠ করিলেন। (১৭৫২) এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ১৭৭৩
আনাস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} মদিনায় যুহরের চার রাকআত সলাত আদায় করেন এবং যুলহুলাইফায় পৌঁছে আসরের সলাত আদায় করেন দুই রাকআত। তিনি সেখানেই রাত যাপন করেন এবং সকালে সওয়ারীতে চড়ে সফর শুরু করার সময় তালবিয়া পাঠ করেন। (১৭৭৩)এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ১৭৭৪
আনাস ইবন মালিক {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী {সাল্লাল্লাহু আঃ} {মাদীনাহয়} যুহরের সলাত আদায় করে সওয়ারীতে চড়েন। অতঃপর তিনি আল-বায়দার উচ্চভূমিতে আরোহণের সময় তালবিয়া পাঠ করেন। (১৭৭৪)এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ১৭৮৬
আবুয যুবাইর {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
জাবির {রাদি.} হইতে এ ঘটনার অংশবিশেষ শুনেছেন। তিনি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} এর কথা ঃ এবং তুমি হাজ্জের ইহরাম বাঁধো অতঃপর হাজ্জ করো এবং অন্যান্য হাজীগণ যা করে তুমিও তাই করো, কিন্তু বায়তুল্লাহ তাওয়াফ করিবে না এবং সলাত আদায় করিবে না। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ১৮৭১
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
মাক্কাহ বিজয়ের দিন নাবী {সাল্লাল্লাহু আঃ} মক্কায় প্রবেশ করে বায়তুল্লাহ তাওয়াফ করিলেন এবং মাকামে ইবরাহীমের পিছনে দুই রাকআত সলাত আদায় করিলেন। (১৮৭১) এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
স্বলাতে মুবাশ্শির (স)
Reviews
There are no reviews yet.