Select Page

হাদীসের নামে জালিয়াতি

৳ 225.00

Description

হাদীসের নামে জালিয়াতি

হাদীসের নামে জালিয়াতি

জাল জঈফ হাদিস সিরিজ ১) দ্বীন ( ধর্ম ) হচ্ছে বিবেক , যার দ্বীন নেই তার কোন বিবেক নেই ।
সূত্রঃ “ আল- কুনা ” এবং “ আল-কুনা ওয়াল আসমা ” গ্রন্থে আবূ মালেক বিশ্‌র ইবনি গালিব সূত্রে যুহরী হতে।

হাদিসটি বাতিল

বাতিল বলেছেনঃ ঈমামনাসাঈ ( রাহিমাহুল্লাহ ) , হাফিয ইবনি হাজার ( রাহিমাহুল্লাহ ) , আল্লামা আল আলবানী ( রাহিমাহুল্লাহ ) ।

আল্লামা ইবনিল কাইয়্যিম ( রাহিমাহুল্লাহ ) বলেনঃ “ বিবেক সম্পর্কে বর্ণিত সকল হাদিস মিথ্যা । ” ( আল- মানার ; পৃঃ ২৫ )

জাল জঈফ হাদিস সিরিজ ২) পুরুষদের ইচ্ছা ( মনোবল ) পর্বতমালাকে স্থানচ্যূত করতে পারে।

এটি হাদিস নয়।

বাতিল বলেছেনঃ ইসমাঈল আজলুনী ( রাহিমাহুল্লাহ ) এর মন্তব্য – “ এটি যে হাদিস তা সম্পর্কে অবহিত হতে পারি নি । ” ( কাশফুল খাফা ) , আল্লামা আল আলবানী ( রাহিমাহুল্লাহ ) ।

জাল জঈফ হাদিস সিরিজ৩) মসজিদের মধ্যে কথোপকথন পূণ্যগুলোকে খেয়ে ফেলে যেমনভাবে চতুষ্পদ জন্তুগুলো ঘাস খেয়ে ফেলে ।

হাদিসটি ভিত্তিহীন।

সূত্রঃ “ আল- ইহইয়াউ উলুমিদ্দীন ” ; ( ১ / ১৩৬ )

বাতিল বলেছেনঃ হাফিয ইরাকী ( রাহিমাহুল্লাহ ) , হাফিয ইবনি হাজার ( রাহিমাহুল্লাহ ) , আব্দুল ওয়াহাব সুবকী ( রাহিমাহুল্লাহ ) , আল্লামা আল আলবানী ( রাহিমাহুল্লাহ )

জাল জঈফ হাদিস সিরিজ ৪) দেশপ্রেম ঈমানের অঙ্গ ।

হাদিসটি জাল।

জাল বলেছেনঃ ঈমামসাগানী ( রাহিমাহুল্লাহ ) ও অন্যান্য ইমামরা ।

জাল জঈফ হাদিস সিরিজ ৫) যে ব্যক্তি নিজেকে চিনেছে , সে তার প্রভুকে চিনতে সক্ষম হয়েছে।

হাদিসটির কোন ভিত্তি নেই।

বাতিল বলেছেনঃ ঈমামনববী ( রাহিমাহুল্লাহ ) , ঈমামইবনি তাইমিয়্যাহ ( রাহিমাহুল্লাহ ) হাফিয সাখাবী ( রাহিমাহুল্লাহ ) , ঈমামসূয়ুতী ( রাহিমাহুল্লাহ ) , শাইখ আল- কারী ( রাহিমাহুল্লাহ ) ।

ফিরোযাবাদী ( রাহিমাহুল্লাহ ) বলেনঃ যদিও অধিকাংশ লোক এটিকে নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) এর হাদিস বলে চালাচ্ছেন , তবুও এটি নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) এর হাদীসের অন্তর্ভুক্ত নয়। এর ভিত্তিই সহীহ নয় । এটি ইসরাইলীদের বর্ণনায় বর্ণিত ।

জাল জঈফ হাদিস সিরিজ ৬) নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ জুমআর দিবসে পাগড়ী ধারীদের প্রতি দয়া করেন।

হাদিসটি জাল।

সূত্রঃ “ আল- মুজামাল কাবীর ” এবং “ আল- হিলইয়াহ ” ( ৫ / ১৮৯- ১৯০ ) গ্রন্থে আলা ইবনি আমর হানাফী সূত্রে আইউব ইবনি মুদরেক হতে……..বর্ণিত।

জাল বলেছেনঃ ঈমামইবনিল জাওযী ( রাহিমাহুল্লাহ ) , হাফিয ইবনি হাজার ( রাহিমাহুল্লাহ ) , ঈমামউকাইলী ( রাহিমাহুল্লাহ ) , ঈমামইবনি আদী ( রাহিমাহুল্লাহ ) , ঈমামআল- আলবানী ( রাহিমাহুল্লাহ ) ।

জাল জঈফ হাদিস সিরিজ ৭) আমি আরবী ভাষী , কুরআন আরবী ভাষায় এবং জান্নাতীদের ভাষা আরবী ।

হাদিসটি জাল।

সূত্রঃ “ আল- মু জামুল আওসাত ” ( ২ /২৮৫// ১ / ৯৩০১ )।

হাদীসের রাবীর ( আব্দুল আযীয ) সমালোচনা করেছেনঃ ঈমামবুখারী ( রাহিমাহুল্লাহ ) , ঈমামহায়সামী ( রাহিমাহুল্লাহ ) , ঈমামসূয়ুতী ( রাহিমাহুল্লাহ ) , হাফিয ইরাকী ( রাহিমাহুল্লাহ ) , ঈমামইবনি মাঈন ( রাহিমাহুল্লাহ ) , ঈমামইবনি আররাক ( রাহিমাহুল্লাহ ) , ঈমামইবনি আদী ( রাহিমাহুল্লাহ ) , আল্লামা আল আলবানী ( রাহিমাহুল্লাহ ) ।

 

জাল জঈফ হাদিস সিরিজ ৮) পাগড়ীসহ সালাত পড়া দশ হাজার ভাল কর্মের সমতুল্য ।

হাদীসের নামে জালিয়াতি

Reviews

There are no reviews yet.

Be the first to review “হাদীসের নামে জালিয়াতি”

Your email address will not be published. Required fields are marked *