Select Page

হাসি ও কান্না

৳ 35.00

Description

হাসি ও কান্না

হাসি ও কান্না

সুনান আবু দাউদ ২৫২৮
আবদুল্লাহ ইবন আমর {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, এক ব্যক্তি নাবী {সাল্লাল্লাহু আঃ} এর কাছে এসে বলিল, আমি আপনার কাছে হিজরতের বাইআত নিতে এসেছি এবং আমার মাতা-পিতাহাকে কান্নারত অবস্থায় রেখে এসেছি। তিনি বলিলেনঃ তুমি ফিরে যাও। তাহাদেরকে যেভাবে কাঁদিয়েছ ঐভাবে তাহাদেরকে হাসাও।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ২৫৪৯
আব্দুল্লাহ ইবন জাফার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, একদা রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} আমাকে তার খচ্চরের পিঠে তার পিছনে বসালেন। তিনি আমাকে গোপনে কিছু কথা বলে এ মর্মে সতর্ক করে দিলেন যে, আমি যেন কাউকে তা না বলি। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} তার প্রাকৃতিক প্রয়োজনের সময় গোপনীয়তা রক্ষার্থে উঁচু জায়গা অথবা ঘন খেজুরকুঞ্জ পছন্দ করিতেন। তিনি এক আনসারীর খেজুর বাগানে প্রবেশ করলে হঠাৎ একটি উট তার দৃষ্টিগোচর হয়। উটটি নাবী {সাল্লাল্লাহু আঃ} কে দেখে কাঁদতে লাগলো এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো। নাবী {সাল্লাল্লাহু আঃ} উটটির কাছে গিয়ে এর মাথায় হাত বুলিয়ে আদর করিলেন। এতে উটটি কান্না থামালো। তিনি জিজ্ঞেস করিলেন, এ উটের মালিক কে? তিনি আবারো ডাকলেনঃ উটটি কার? এক আনসারি যুবক এসে বললো হে আল্লাহর রাসূল! আমার। তিনি বলিলেন, আল্লাহ যে তোমাকে এই নিরীহ প্রানীটির মালিক বানালেন, এর অধিকারের ব্যাপারে তুমি কি আল্লাহকে ভয় করনা? উটটি আমার কাছে অভিযোগ করেছে, তুমি একে ক্ষুধার্ত রাখো এবং একে কষ্ট দাও।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সদ্য প্রসূত শিশু কান্নার পর মারা গেলে সে সম্পর্কে
সুনান আবু দাউদ ২৯২০
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী {সাল্লাল্লাহু আঃ} বলেনঃ শিশু ভূমিষ্ঠ হয়ে কান্নার শব্দ করে মারা গেলে তাহাকে ওয়ারিস গণ্য করিবে। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
মৃতের জন্য কান্নাকাটি করা
সুনান আবু দাউদ ৩১২৫
উসামাহ ইবন যায়িদ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
রসূলুল্লাহর সাল্লাল্লাহু আঃ কন্যা {যাইনাব {রাদি.}} তাহাঁর নিকট লোক পাঠালেন। তখন আমি ও সাদ {রাদি.} তাহাঁর সাথে ছিলাম। সম্ভবত উবাই {রাদি.} আমাদের সাথেই ছিলেন। তিনি বলে পাঠান, আমার একটি শিশু পুত্র বা {বর্ণনাকারীর সন্দেহ} কন্যা মুমূর্ষু অবস্থায় আছে। আপনি আমাদের এখানে আসুন। তিনি তাহাকে লোক মারফত সালাম পাঠিয়ে বলিলেনঃ বলো, আল্লাহ যা গ্রহণ করেন এবং যা দান করেন তা সবই তাহাঁর। তাহাঁর কাছে প্রতিটি বস্তুর একটা নির্দিষ্ট সময়কাল আছে। তিনি পুনরায় কসম দিয়ে লোক পাঠালেন। তিনি সেখানে গেলেন। বাচ্চাটি রসূলুল্লাহর সাল্লাল্লাহু আঃ কোলে রাখা হলো। তখন তার প্রাণ ছটফট করছিল। এ দৃশ্য দেখে রসূলুল্লাহর সাল্লাল্লাহু আঃ দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সাদ {রাদি.} তাঁকে বলিলেন, এ কি? তিনি বলিলেনঃ এটাই হলো মায়া। আল্লাহ যাদেরকে চান তাহাদের অন্তরে এটি স্থাপন করেন। নিশ্চয়ই আল্লাহ তাহাঁর বান্দাদের মধ্যে দয়াবানদের দয়া করেন। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
হাসি ও কান্না

Reviews

There are no reviews yet.

Be the first to review “হাসি ও কান্না”

Your email address will not be published. Required fields are marked *