Description
হে আমার ছেলে
হে আমার ছেলে বই
সুনান আবু দাউদ ২২১৪
খুওয়াইলাহ বিনতু মালিক ইবন সালাবাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমার সাথে আমার স্বামী আওস ইবনস সামিত {রাদি.} যিহার করিলেন। আমি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম} এর নিকট এসে অভিযোগ করলাম। তিনি আমার স্বামীর পক্ষ হইতে আমার সাথে বিতর্ক করিলেন এবং বলিলেনঃ আল্লাহকে ভয় করো, সে তো তোমার চাচার ছেলে। মহিলাটি বলেন, আমি সেখান থেকে চলে না আসতেই কুরআনের এ আয়াত অবতীর্ণ হলোঃ “নিশ্চয় আল্লাহ ঐ মহিলার কথা শুনতে পেয়েছেন, যে তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বিতর্ক করছে” {সূরাহ আল-মুজাদালাঃ ১} এখান থেকে কাফফারাহ পর্যন্ত অবতীর্ণ হলো। অতঃপর তিনি বলিলেনঃ সে একটি দাস মুক্ত করিবে। মহিলাটি বলেন, তার সে সামর্থ নেই। তিনি বলিলেনঃ সে একাধারে দুমাস সওম পালন করিবে। মহিলাটি বললো, হে আল্লাহর রাসুল! সে খুবই বৃদ্ধ, সাওম পালন করিতে অক্ষম। তিনি বলিলেনঃ তবে ষাটজন মিসকীনকে আহার করাবে। মহিলাটি বলিলেন, সদাক্বাহ করার মত পয়সা তার নেই। মহিলাটি বলেন, এ সময় সেখানে এক ঝুড়ি খুরমা আসলো। তখন আমি {মহিলা} বলিলাম, হে আল্লাহর রাসূল! এ পরিমাণ আর এক ঝুড়ি খুরমা দিয়ে আমি তাহাকে সহযোগীতা করবো। তিনি বলিলেনঃ তুমি ভালই বলেছো। তুমি এর দ্বারা তার পক্ষ হইতে ষাটজন মিসকীনকে খাওয়াও এবং তোমার চাচাতো ভাইয়ের কাছে ফিরে যাও। ইয়াহইয়া ইবন আদাম বলেন, ষাট সাতে এক আরাক্ব হয়। ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, মহিলাটি তার স্বামীর নির্দেশ ছাড়াই তার পক্ষ হইতে কাফফারাহ আদায় করেছে। ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, আওস {রাদি.} ছিলেন উবাদাহ ইবনল সামিত {রাদি.} এর ভাই। (২২১৪)
হাসান, তার এ কথাটি বাদেঃ “ষাট সাতে এক আরাক্ব।” ইরওয়া {২০৮৭}এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
বিছানা যার সন্তান তার
সুনান আবু দাউদ ২২৭৩
আয়িশাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
একদা সাদ ইবন আবু ওয়াককাস {রাদি.} এ আব্দ ইবন যামআহ {রাদি.} রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম} এর নিকট যামআহ্র দাসীর এক সন্তানের বিষয়ে বিবাদ নিয়ে উপস্থিত হলো। সাদ {রাদি.} বলিলেন, আমার ভাই উতবাহ আমার কাছে ওয়াসিয়াত করেছে, আমি মক্কায় এলে যেন যামআহ্র দাসীর সন্তানকে আমার অধিকারে গ্রহণ করি। কারণ ওটা তার ছেলে। কিন্তু আবদ ইবন যামআহ বলিলেন, এটা আমার ভাই, আমার পিতার দাসীর সন্তান, আমার পিতার বিছানায় তার জন্ম। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম} সন্তানটির মধ্যে উতবাহ্র সুস্পষ্ট সাদৃশ্য দেখিতে পেয়ে বলিলেনঃ সন্তান তার বিছানা যার। আর যিনাকারীর জন্য রয়েছে পাথর। তিনি সাওদা {রাদি.}-কে বলিলেনঃ তার থেকে পর্দা করো। যিনাকারীর জন্য রয়েছে পাথর। মুসাদ্দাদের বর্ণনায় রয়েছেঃ রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম} বলিলেনঃ হে আবদ! সে তোমার ভাই। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
হে আমার ছেলে
Reviews
There are no reviews yet.