Description
আমি কিভাবে বরকত হাসিল করব?
আমি কিভাবে বরকত হাসিল করব? বই
সুনান আবু দাউদ ২৭৮০
আনাস ইবন মালিক {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
আসলাম গোত্রের এক যুবক বললো, হে আল্লাহর রাসূল! আমি জিহাদের ইচ্ছা করেছি, কিন্তু এর প্রয়োজনীয় জিনিসপত্র আমার নেই। তিনি বলিলেনঃ অমুক আনসারীর নিকট যাও। সে জিহাদে অংশগ্রহণের রসদপত্র ব্যবস্থা করেছে কিন্তু এখন অসুস্থ। তুমি তাহাকে গিয়ে বলবে, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} আপনাকে সালাম জানিয়েছেন। তুমি তাহাকে আরো বলবে, জিহাদের জন্য আপনি যে রসদপত্র সংগ্রহ করেছেন তা আমাকে দিন। যুবকটি তার নিকট গিয়ে বিষয়টি জানালো। আনসারী লোকটি তার স্ত্রীকে ডেকে বলিলেন, হে অমুক! আমার জন্য যে রসদপত্র তুমি সংগ্রহ করেছো তা এ যুবককে দিয়ে দাও, এর কোন কিছুই রেখে দিবে না। আল্লাহ শপথ! তুমি এর থেকে সামান্য বস্তুও রাখবে না, তবেই আল্লাহ এতে বরকত দিবেন।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সফর থেকে প্রত্যাবর্তনের পর সলাত আদায় করা
সুনান আবু দাউদ ২৭৮১
কাব ইবন মালিক {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী {সাল্লাল্লাহু আঃ} দিনের বেলায় সফর থেকে ফিরতেন। হাসান বাসরী {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, পূর্বাহ্নে ফিরতেন। কাব {রাদি.} বলেন, তিনি সফর থেকে ফিরে প্রথমে মাসজিদে এসে দুই রাকাআত আদায় করার পর সেখানে বসতেন।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ২৭৮২
ইবন উমার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী {সাল্লাল্লাহু আঃ} হাজ্জ শেষে প্রত্যাবর্তন করে মাদীনাহয় প্রবেশ করিলেন। উষ্ট্রীকে মাসজিদের দরজায় বসিয়ে তিনি তাহাঁর মাসজিদে ঢুকে দুই রাকাআত সলাত আদায় করিলেন, অতঃপর নিজ বাড়িতে গেলেন। নাফি {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, ইবন উমার {রাদি.}–ও অনুরূপ করিতেন।
এই হাদিসটির তাহকীকঃ হাসান সহিহ
বন্টনকারীর মজুরী
সুনান আবু দাউদ ২৭৮৩
আবু সাইদ আল-খুদরী {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলেনঃ কোন কিছু বন্টনের পারিশ্রমিক গ্রহণ থেকে বিরত থাকো। বর্ণনাকারী বলেন, আমরা এর তাৎপর্য সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ একটি নির্দিষ্ট জিনিসে বিভিন্ন লোকের অধিকার থাকতে পারে। {অথচ বন্টনকারী বেশি পাওয়ার জন্য কারচুপি করে}। ফলে অন্যরা ভাগে কম পায়।
দুর্বলঃ যয়ীফ আল-জামিউস সাগীর {২২০৭}।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সুনান আবু দাউদ ২৭৮৪
আত্বা ইবন ইয়াসার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি নাবী {সাল্লাল্লাহু আঃ} এর সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেন। তিনি বলেনঃ এমনও লোক রয়েছে, যারা জনসাধারণের বন্টনকারী নিযুক্ত হয়ে এ ভাগ থেকে কিছু এবং ঐ ভাগ থেকে কিছু আত্মসাৎ করে থাকে।এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
জিহাদে গিয়ে ব্যবসা করা
আমি কিভাবে বরকত হাসিল করব?
Reviews
There are no reviews yet.