Description
আট রাক‘আত তারাবীহ
আট রাক‘আত তারাবীহ বই
সুনানে নাসায়ী ২১০৪
আবু হুরায়রা [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
নাবী [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] ফরয ব্যতীত রমযানের তারাবীহ্র নামাজ আদায় করার জন্যও উৎসাহিত করিতেন। তিনি বলিতেন যে,যখন রমযান আগমন করে জান্নাতের দরজাসমূহ খূলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় আর শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়।
এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস
সুনানে নাসায়ী ২১০৫
আবু হুরায়রা [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
নাবী [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন রমযান আগমন করে তখন রহমতের দরজাসমুহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় আর শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়।এই হাদীসের তাহকীকঃসহীহ লিগাইরিহি
সুনানে নাসায়ী ২১০৬
আবু হুরায়রা [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন যে, তোমাদের নিকট রমযান উপস্থিত হইয়াছে, যা একটি বরকতময় মাস। তোমাদের উপরে আল্লাহ তাআলা অত্র মাসের সওম ফরয করিয়াছেন। এ মাসের আগমনে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়, আর আল্লাহর অবাধ্য শয়তানদের গলায় লোহার বেড়ী পরানো হয়। এ মাসে একটি রাত রয়েছে যা এক হাজার মাস অপেক্ষাও উত্তম। যে ব্যক্তি সে রাতের কল্যাণ থেকে বঞ্চিত রয়ে গেল সে প্রকৃত বঞ্চিত রয়ে গেল।
এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস
সুনানে নাসায়ী ২১০৭
আরফাজা [র. আলাইহি] হতে বর্ণিতঃ
তিনি বলেন যে, আমরা উতবা ইবনু ফারকাদের অসুস্হতা দেখিতে গিয়ে আমরা সেখানে রমযান মাস সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা কি ব্যাপারে আলোচনা করছ? আমরা বললাম, রমযান মাস সম্পর্কে। তিনি বলিলেন, আমি রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম]-কে বলিতে শুনেছি যে, রমযান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় এবং শয়তানদের গলায় লোহার শিকল পরানো হয়। এবং প্রত্যেক রাতে একজন আহবানকারী ডাক দিয়ে বলে, হে কল্যাণকামীগণ তোমরা নেক কাজ কর, হে পাপিষ্ঠগণ তোমরা পাপকর্ম থেকে বিরত থাকো।
এই হাদীসের তাহকীকঃসহীহ লিগাইরিহি
সুনানে নাসায়ী ২১০৮
আরফাজা [র. আলাইহি] হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি একটি ঘরে অবস্হান করছিলাম যেখানে উতবা ইবনু ফারকাদ [রাদি. আঃ] ছিলেন। আমি একটি হাদীস বর্ণনা করিতে চাইলাম, কিন্তু সেখানে রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম]-এর কাছে একজন সাহাবীও উপস্থিত ছিলেন, যিনি হাদীস বর্ণনার ব্যাপারে আমার চেয়ে অধিক অভিজ্ঞ ছিলেন। তিনি নাবী [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] থেকে বর্ণনা করিলেন যে, রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] রমযান মাসের ব্যাপারে বলেছেন, রমযান মাসে আসমানের দরজাসমূহ খূলে দেয়া হয়, আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়, আর প্রত্যেক দুষ্টু শয়তানকে বন্দী করে রাখা হয়। প্রত্যেক রাতে একজন আহবানকারী আহবান করিতে থাকে, হে কল্যাণকামীগণ তোমরা নেক কাজ কর, হে পাপিষ্ঠগণ তোমরা পাপ হতে বিরত থাকো।
এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস
আট রাক‘আত তারাবীহ
Reviews
There are no reviews yet.