Description
আদাবুয যিফাফ বা বাসর রাতের আদর্শ
আদাবুয যিফাফ বা বাসর রাতের আদর্শ বই
সুনান আবু দাউদ ৪৯২২
মুআব্বিয্ ইবন আফরা {রাদি.} এর কন্যা রুবাঈ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমার বাসর রাতে রাসুলুল্লাহ {সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম} এসে আমার বিছানায় এমনভাবে বসলেন, যেমনটি তুমি {খালিদ} বসে আছো। অতঃপর কয়েকটি বালিকা তাহাদের দফ বাজিয়ে বদর যুদ্ধে শহীদ আমার পিতা ও চাচার সুনাম করছিলো। এক পর্যায়ে একটি বালিকা বললো, “আমাদের মাঝে এমন একজন নাবী রয়েছেন, যিনি জানেন আগামীকাল কি হইবে”। একথা শুনে রাসুলুল্লাহ {সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম} বলিলেনঃ এটা বর্জন করো, বরং আগে যা বলছিলে তাই বলো।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ৪৯২৩
আনাস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ {সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম} যখন মদিনাহ্য় আসলেন তখন আবিসিনীয়রা তাহাঁর আগমন উল্লাসে বল্লম খেলা প্রদর্শন করেছে।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সঙ্গীত ও বাঁশি বাজানো নিন্দনীয়
সুনান আবু দাউদ ৪৯২৪
নাফি {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, একদা ইবন উমার {রাদি.} বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেয়ে উভয় কানে আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হইতে সরে গিয়ে আমাকে বলিলেন, হে নাফি তুমি কি কিছু শুনতে পাচ্ছো? বর্ণনাকারী বলেন, আমি বলিলাম, না। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি কান থেকে হাত তুলে বলিলেন, আমি রাসুলুল্লাহ {সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম} এর সঙ্গে ছিলাম। তখন তিনি এ ধরনের শব্দ শুনে এরূপ করেছিলেন। ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, এ হাদিসটি মুনকার।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ৪৯২৫
নাফি {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
আমি বাহনে ইবন উমারের {রাদি.} পিছনে ছিলাম। তিনি এক রাখালকে অতিক্রম করিলেন যে বাদ্যযন্ত্র বাজাচ্ছিল … অতঃপর পূর্বোক্ত হাদিসের অনুরূপ।এই হাদিসটির তাহকীকঃ হাসান সহিহ
সুনান আবু দাউদ ৪৯২৬
নাফি {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, একদা আমরা ইবন উমার {রাদি.} সঙ্গে ছিলাম। তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন … অতঃপর পূর্বোক্ত হাদিসের অনুরূপ। ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, এটি অধিকতর মুনকার।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ৪৯২৭
সাল্লাম ইবন মিসকীন {রহমাতুল্লাহি আলাইহি} এক শাইখের সূত্রে হইতে বর্ণীত আছেঃ
যিনি আবু ওয়াইল{রহমাতুল্লাহি আলাইহি}-এর সঙ্গে এক বৌ-ভাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।তখন লোকেরা খেলাধূলা ও আনন্দ আর সঙ্গীতে মত্ত হল।আবু ওয়াইল {রহমাতুল্লাহি আলাইহি} হাত দিয়ে নিজ হাঁটুদ্বয় পেঁচিয়ে ধরে বলিলেন, আমি আবদুল্লাহ{রাদি.}-কে বলিতে শুনিয়াছি,আমি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-কে বলিতে শুনেছিঃ নিশ্চয়ই সঙ্গীত অন্তরে কপটতা সৃষ্টি করে।
দুর্বলঃ মিশকাত হা/৪৮১০,যঈফাহ হা/২৪৩০।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
হিজড়া সম্পর্কে বিধান
সুনান আবু দাউদ ৪৯২৮
আবু হুরাইরাহ{রাদি.} হইতে বর্ণীত আছেঃ
কোন একদিন এক হিজড়াকে নাবী {সাল্লাল্লাহু আঃ}-এর নিকট আনা হলো। তার হাত-পা মেহেদী দ্বারা রাঙ্গানো ছিলো। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ এর এ অবস্থা কেনো? বলা হলো, হে আল্লাহ্র রাসূল! সে নারীর বেশ ধরেছে। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} তাহাকে আন-নকী নামক স্থানে নির্বাসন দেয়ার নির্দেশ দিলেন। সাহাবীগণ বলিলেন, হে আল্লাহর রাসূল! আমরা কি তাহাকে হত্যা করবো না? তিনি বলিলেন, সলাত আদায়কারীদের হত্যা করিতে আমাকে নিষেধ করা হয়েছে। আবু-উসামাহ বলেন, আন-নাফী হলো মাদীনাহ্ এর প্রান্তবর্তী একটি জনপদ, এটা বাকী নয়।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
আদাবুয যিফাফ বা বাসর রাতের আদর্শ
Reviews
There are no reviews yet.