Description
ইত্তেবায়ে সুন্নাহ
ইত্তেবায়ে সুন্নাহ বই
সুন্নাতের ব্যাখ্যা সম্পর্কে
সুনানে আবু দাউদ ৪৫৯৬
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ ইয়াহুদীরা একাত্তর অথবা বাহাত্তর দল-উপদলে বিভক্ত হয়েছে এবং খৃস্টানরাও একাত্তর অথবা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মাত হইবে তিয়াত্তর দলে বিভক্ত।
এই হাদিসটির তাহকীকঃ হাসান সহিহ
সুনানে আবু দাউদ ৪৫৯৭
মুআবিয়াহ ইবন আবু সুফিয়ান {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি দাঁড়িয়ে বলিলেন, জেনে রাখো! রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} আমাদের মাঝে দাঁড়িয়ে বলিলেন, জেনে রাখো! তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব বাহাত্তর দলে বিভক্ত হয়েছে এবং এ উম্মাত অদূর ভবিষ্যতে তিয়াত্তর দলে বিভক্ত হইবে। এর মধ্যে বাহাত্তর দল জাহান্নামে যাবে এবং একটি জান্নাতে যাবে। আর সে দল হচ্ছে আল-জামাআত। ইবন ইয়াহ্ইয়া ও আমর {রহমাতুল্লাহি আলাইহি} বলেনঃ “বিষয়টি হল, আমার উম্মাতের মধ্যে এমন এমন দলের আবির্ভাব ঘটবে যাদের সর্বশরীরে {বিদআতের} প্রবৃত্তি এমনভাবে অনুপ্রবেশ করিবে যেমন পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগীর সর্বশরীরে সঞ্চারিত হয়।
এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
কুরআন নিয়ে ঝগড়া পরিহার এবং অস্পষ্ট আয়াতের অনুসরণ নিষিদ্ধ
সুনানে আবু দাউদ ৪৫৯৮
আয়িশাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} এ আয়াত পড়লেনঃ “তিনিই আপনার উপর কিতাব নাযিল করেছেন, যার কিছু সংখ্যক আয়াত মুহকাম… হইতে কিন্তু “জ্ঞানী ছাড়া কেউ উপদেশ গ্রহন করে না” {৩-৭ পর্যন্ত}। তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ “যখন তোমরা দেখবে সেসব লোককে যারা মুতাশাবিহ আয়াতের অনুসরণ করছে, তখন মনে করিবে, এরাই সেসব লোক আল্লাহ যাদের নাম নিয়েছেন। সুতরাং, তোমরা তাহাদের থেকে সতর্ক থাকিবে।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
কুপ্রবৃত্তির অনুসারীদের থেকে দূরে থাকা ও তাহাদেরকে ঘৃণা করা
সুনানে আবু দাউদ ৪৫৯৯
আবু যার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্যই বিদ্বেষ পোষণ করা অতি উত্তম কাজ। (৪৫৯৮)
দুর্বলঃ যঈফাহ হা/১৩১০।
(৪৫৯৮) আহমাদ। হাদিসের সনদে নাম উল্লেখহীন অজ্ঞাত ব্যক্তি রয়েছে।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সুনানে আবু দাউদ ৪৬০০
ইবন শিহাব {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমাকে আব্দুর রহমান ইবন আব্দুল্লাহ ইবন কাব ইবন মালিক জানিয়েছে যে, কাব ইবন মালিক {রহমাতুল্লাহি আলাইহি} -এর পুত্র আব্দুল্লাহ {রহমাতুল্লাহি আলাইহি} যিনি তার পিতার অন্ধ হয়ে যাওয়ার পর পুত্রদের মধ্যে হইতে তার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, তিনি বলেন, আমি আমার পিতা কাব ইবন মালিক {রহমাতুল্লাহি আলাইহি} হইতে শুনিয়াছি এবং বর্ণনাকারী ইবনস সার্হ তার তাবূকের যুদ্ধে রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-এর সঙ্গে অংশগ্রহণ না করে পিছনে থেকে যাওয়ার ঘটনা উল্লেখ করেন। কাব {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} আমাদের ঐ তিনজনদের সঙ্গে কথা বলিতে মুসলিমদেরকে বারণ করিলেন। এ অবস্থায় অনেক দিন অতিবাহিত হওয়ার পর আমি আমার চাচাতো ভাই আবু ক্বাতাদাহ {রহমাতুল্লাহি আলাইহি} -এর বাগানের দেয়ালে উঠে তাহাকে সালাম দিলাম। কিন্তু আল্লাহর কসম! তিনি আমার সালামের জবাব দেননি। অতঃপর বর্ণনাকারী তার তাওবাহ কবুল হওয়া সম্পর্কে আয়াত নাযিল হওয়ার ঘটনা বর্ণনা করেন।
ইত্তেবায়ে সুন্নাহ
Reviews
There are no reviews yet.