Description
কতিপয় হারাম কাজ যেগুলো মানুষেরা হালকা মনে করে……
কতিপয় হারাম কাজ যেগুলো মানুষেরা হালকা মনে করে……
লু লু ওয়াল মারজান ২১১
আনাস {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
আনাস {রাজি.} হইতে বর্ণীত। তিনি বলেন, নাবী {সাল্লাল্লাহু আঃ} যখন প্রকৃতির ডাকে শৌচাগারে যেতেন তখন বলিতেন, اَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
“হে আল্লাহ্! আমি মন্দ কাজ ও শয়তান থেকে আপনার আশ্রয় চাচ্ছি।}”
{বোখারী হাদিস পর্ব ৪ : /৯ হাঃ ১৪২, মুসলিম ৩/৪২, হাঃ ৩৭৫} প্রত্যেক সৎ কাজকে সদাকাহ নামে অভিহিত করার বর্ণনা।
লু লু ওয়াল মারজান ৫৮৯
আবু মূসা আশআরী {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, নাবী {সাল্লাল্লাহু আঃ} বলেছেনঃ প্রত্যেক মুসলিমেরই সদাকাহ করা আবশ্যক। উপস্থিত লোকজন বললঃ যদি সে সদাকাহ করার মত কিছু না পায়। তিনি বললেনঃ তাহলে সে নিজের হাতে কাজ করিবে। এতে সে নিজেও উপকৃত হইবে এবং সদাকাহ করিবে। তারা বললঃ যদি সে সক্ষম না হয় অথবা বলেছেনঃ যদি সে না করে? তিনি বললেনঃ তাহলে সে যেন বিপদগ্রস্ত মাযলূমের সাহায্য করে। লোকেরা বললঃ সে যদি তা না করে? তিনি বললেনঃ তা হলে সে সৎ কাজের নির্দেশ দিবে, অথবা বলেছেন, সাওয়াবের কাজের আদেশ দিবে। তারা বললঃ তাও যদি সে না করে? তিনি বললেনঃ তা হলে সে মন্দ কাজ থেকে বেঁচে থাকিবে । কারণ, এটাই তার জন্য সদাকাহ। {বোখারী হাদিস পর্ব ৭৮ : /৩৩ হাঃ ৬০২২, মুসলিম ১২/১৭ হাঃ ১০০৮} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
রোযা অবস্থায় {স্ত্রীকে} চুম্বন দেয়া হারাম নয়, যদি কেউ কামাবেগে উত্তেজিত না হয়।
লু লু ওয়াল মারজান ৬৭৫
আয়েশা {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, সায়িম অবস্থায় নাবী {সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম} তাহাঁর কোন কোন স্ত্রীকে চুমু খেতেন। {এ কথা বলে} আয়িশাহ্ {রাজি.} হেসে দিলেন। {বোখারী হাদিস পর্ব ৩০: /২৪ হাঃ ১৯২৮, মুসলিম হাঃ} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
মুহরিম ব্যক্তির জন্য হাজ্জ অথবা উমরাহ্তে কী কী বৈধ আর কী কী অবৈধ এবং তার জন্য সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করা হারাম হওয়ার বর্ণনা।৭৩১
আবদুল্লাহ ইবনি উমার {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
এক ব্যক্তি বললঃ হে আল্লাহর রসূল! মুহরিম লোক কী কী পোশাক পরবে? আল্লাহর রসূল{সাল্লাল্লাহু আঃ} বললেনঃ তোমরা {ইহরাম অবস্থায়} জামা, পাগড়ী, পায়জামা, টুপি ও মোজা পরবে না। তবে যে ব্যক্তির জুতা নেই, সে কেবল মোজা পরতে পারবে, কিন্তু উভয় মোজা টাখনুর নীচ থেকে কেটে ফেলবে। আর যাফরান ও ওয়ারস রং যাতে লেগেছে, এমন কাপড় পরবে না। {বোখারী হাদিস পর্ব ২৫ : /২১ হাঃ ৫৮০৩, মুসলিম হাঃ} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
লু লু ওয়াল মারজান ৭৩২
ইবনি আব্বাস {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি নাবী {সাল্লাল্লাহু আঃ}-কে মুহরিমদের উদ্দেশে আরাফাতে ভাষণ দিতে শুনিয়াছি। তিনি বলেছেনঃ যার চপ্পল নেই সে মোজা পরিধান করিবে আর যার লুঙ্গি নেই সে পায়জামা পরিধান করিবে। {বোখারী হাদিস পর্ব ২৮ : /১৫ হাঃ ১৮৪১, মুসলিম ১৫/১, হাঃ ১১৭৮} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
কতিপয় হারাম কাজ যেগুলো মানুষেরা হালকা মনে করে……
Reviews
There are no reviews yet.