Description
জিন ও জিনকেন্দ্রিক অসুস্থতা
জিন ও জিনকেন্দ্রিক অসুস্থতা
মুয়াত্তা মালিক ১৩৩৫
আবু মাসঊদ আনসারী {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মূল্য, ব্যভিচারিণীর মাহর এবং ভবিষ্যদ্বক্তার উপার্জন হইতে নিষেধ করিয়াছেন। এর অর্থ এই ব্যভিচারিণীর মাহর যা তাকে ব্যভিচারের বিনিময়ে দেয়া হয় তা, আর {زبزه} ভবিষ্যদ্বক্তার {১} “হুলওয়ান” হচ্ছে তার উৎকোচ যা ভাগ্য গণনা করার জন্য তাকে দেয়া হয়। {বোখারি ২২৩৭, মুসলিম ১৫৬৭}
মালিক {রহঃ} বলেনঃ শিকারী এবং অশিকারী উভয় প্রকারের কুকুরের মূল্য হারাম। কারণ রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মূল্য গ্রহণ করিতে নিষেধ করিয়াছেন। {১} كاهن-যে ভবিষ্যতে কি ঘটবে তা এবং অদৃশ্য জগতের খবর বলে তাকে কাহিন বলা হয়। এ ছাড়াও জাহিলী যুগে অনেক রকমের কাহানত প্রচলিত ছিল, কেউ বলত আমার বাধ্যগত জিন আছে, যে অনেক গোপন খবর আমার নিকট পৌঁছায়, কেউ দাবি করত- সে তার বুদ্ধি বিচক্ষণতার দ্বারা অদৃশ্য জগতের অনেক খবর বলে দিতে পারে। কেউ বলত, আলামত দেখে সে অনেক কিছু বলে দিতে সক্ষম, যেমন কে চুরি করেছে, কে ব্যভিচারে লিপ্ত হয়েছে ইত্যাদি খবর। এই জাতীয় কাহিনকে আররাফ বলা হয়। আর কেউ দৈবজ্ঞকেও কাহিন বলে থাকে। হাদীসে বর্ণিত কাহিন শব্দ উপরিউক্ত সকল প্রকারের কাহানতকে শামিল করেছে অর্থাৎ যাবতীয় কাহানতই হাদীসের শব্দের আওতাভুক্ত হইবে এবং হারাম বলে গণ্য হইবে। -আওজাযুল মাসালিক।
এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
মুয়াত্তা মালিক ১৫৫৭
আবদুল্লাহ ইব্নু উমার {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
তাঁর নিকট ইরাকের লোকেরা জিজ্ঞেস করিল, আমরা খেজুর ও আঙ্গুরের বাগান ক্রয় করে থাকি। আর উহার শরাব বানিয়ে বিক্রয় করে থাকি। আবদুল্লাহ্ ইব্নু উমার {রাজি.} বলিলেন, আমি আল্লাহকে ও তাঁর ফিরিশতাগণকে আর যে জিন ও মানুষ শুনছে, তাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাদেরকে উহা বিক্রয় করার, খরিদ করার, প্রস্তুত করার, পান করার ও কাউকে পান করাবার অনুমতি দিচ্ছি না। কেননা শরাব নাপাক ও শয়তানী কাজ। {হাদীসটি ঈমাম মালেক এককভাবে বর্ণনা করিয়াছেন} এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়
মুয়াত্তা মালিক ১৯৫
মুগীরা ইবন হাকীম {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
তিনি আবদুল্লাহ্ ইবন উমার {রাজি.}-কে সিজদার মাঝখানে তাঁর উভয় পায়ের গোড়ালির উপর বসতে দেখেছেন। নামাজ শেষ করার পর তাঁর নিকট এ বিষয়ে উত্থাপন করা হলে, তিনি বলিলেন, এটা নামাযের সুন্নত নয়। আমি অসুস্থতার কারণে এভাবে বসি। {হাদীসটি ঈমাম মালেক {রহমাতুল্লাহি আলাইহি} একক ভাবে বর্ণনা করিয়াছেন} এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়
জিন ও জিনকেন্দ্রিক অসুস্থতা
Reviews
There are no reviews yet.