Select Page

তিনটি মৌলনীতি ও তার প্রমাণপঞ্জী

৳ 20.00

Description

তিনটি মৌলনীতি ও তার প্রমাণপঞ্জী

তিনটি মৌলনীতি ও তার প্রমাণপঞ্জী

নামাযের আরম্ভ
মুয়াত্তা মালিক ১৬১
আবদুল্লাহ ইবন উমার {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
রাসূলুল্লাহ সাঃআঃ নামাজ শুরু করার সময় উভয় হাত কাঁধ বরাবর তুলতেন এবং যখন রুকূ হইতে মাথা তুলতেন তখনও দুই হাত অনুরূপভাবে তুলতেন এবং বলিতেন سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ অবশ্য সিজদার সময় তিনি হাত তুলতেন না। {বোখারি ৭৩৫, মুসলিম ৩৯০} এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস

মুয়াত্তা মালিক  ১৬২
রাসূলুল্লাহ সাঃআঃ নামাজ শুরু করার সময় উভয় হাত কাঁধ বরাবর তুলতেন এবং যখন রুকূ হইতে মাথা তুলতেন তখনও দুই হাত অনুরূপভাবে তুলতেন এবং বলিতেন سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ অবশ্য সিজদার সময় তিনি হাত তুলতেন না। {বোখারি ৭৩৫, মুসলিম ৩৯০}
আলী ইবন হুসায়ন আলী ইবন আবি তালিব {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
রাসূলুল্লাহ সাঃআঃ নামাযের মধ্যে যখন নিচের দিকে ঝুঁকতেন ও মাথা উপরে তুলতেন তখন তাকবীর বলিতেন। তিনি আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত এভাবে নামাজ আদায় করিয়াছেন। {হাদীসটি ঈমাম মালেক {রহমাতুল্লাহি আলাইহি} একক ভাবে বর্ণনা করিয়াছেন} এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়

মুয়াত্তা মালিক  ১৬৩
সুলায়মান ইবন ইয়াসার {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
রাসূলুল্লাহ সাঃআঃ নামাযে দু হাত উপরে তুলতেন। {হাদীসটি ঈমাম মালেক {রহমাতুল্লাহি আলাইহি} একক ভাবে বর্ণনা করিয়াছেন} এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়

মুয়াত্তা মালিক  ১৬৪
আবি সালমা ইবন আবদুর রহমান ইবন আওফ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
আবু হুরায়রা {রাজি.} তাঁদের {শিক্ষাদানের} উদ্দেশ্যে নামাজ আদায় করিতেন এবং তিনি যতবার নিচের দিকে ঝুঁকতেন ও মাথা উপরে তুলতেন ততবার তাকবীর বলিতেন। নামাজ শেষ করার পর তিনি বলিতেন, তোমাদের মধ্যে রাসূলুল্লাহ সাঃআঃ-এর নামাযের সাথে আমি অধিকতর সামঞ্জস্য-রক্ষাকারী। {বোখারি ৭৮৫, মুসলিম ৩৯২} এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস

মুয়াত্তা মালিক ১৬৫
নাফি {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
আবদুল্লাহ ইবন উমার {রাজি.} যখন নিচের দিকে ঝুঁকতেন ও মাথা উপরে তুলতেন তখন তাকবীর বলিতেন। {হাদীসটি ঈমাম মালেক {রহমাতুল্লাহি আলাইহি} একক ভাবে বর্ণনা করিয়াছেন}
২২و حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ رَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ رَفَعَهُمَا دُونَ ذَلِكَ.
নাফি {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত; আবদুল্লাহ ইবন উমার {রাজি.} নামাজ শুরু করার সময় দুহাত কাঁধ বরাবর তুলতেন। আর যখন রুকূ হইতে মাথা তুলতেন তখন দুহাত কাঁধের একটু নিচ পর্যন্ত তুলতেন। এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়

তিনটি মৌলনীতি ও তার প্রমাণপঞ্জী

Reviews

There are no reviews yet.

Be the first to review “তিনটি মৌলনীতি ও তার প্রমাণপঞ্জী”

Your email address will not be published. Required fields are marked *