Description
পথের সম্বল
পথের সম্বল
সুনান ইবনে মাজাহ ৩৮১১
সামুরাহ বিন জুনদুব [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
নবী [সাল্লাল্লাহু আঃ] বলেনঃ চারটি শ্রেষ্ঠ বাক্য আছে তাহার যে কোনোটি দিয়ে শুরু করাতে তোমার ক্ষতি নেই, সুবহানাল্লাহ [আল্লাহ মহাপবিত্র], ওয়ালহামদু লিল্লাহ [সমস্ত প্রশংসা আল্লাহর] ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু [আল্লাহ ব্যাতিত কোন ইলাহ নাই] এবং ওয়াল্লাহু আকবার [আল্লাহ মহান]। [৩১৪৩] [৩১৪৩] মুসলিম ২১৩৭। সহীহাহ ৩৪৬।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সুনান ইবনে মাজাহ ৩৮১২
আবু হুরাইরাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, নবী [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ যে ব্যক্তি “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি” শতবার বলল, তাহার গুনাহসমূহ মাফ করে দেয়া হইবে, যদিও তা সমুদ্রের ফেনার ন্যায় [অধিক] হয়। [৩১৪৪] [৩১৪৪] সহিহুল বুখারী ৬৪০৬, তিরমিজি ৩৪৬৬, ৩৪৬৭, ৩৯৫৬, আহমাদ ৭১২৭। তাখরীজুল কালিমুৎ তায়্যিব ৭।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সুনান ইবনে মাজাহ ৩৮১৩
আবু দারদা [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] আমাকে বললেনঃ তুমি অবশ্যই “সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার” পড়তে থাকো। কারণ তা গুনাহ সমূহঝরিয়ে দেয়, যেমন গাছ তাহার পাতা ঝরিয়ে দেয়। [৩১৪৫] [৩১৪৫] আহমাদ ২১২৩৪। আত তালীকুর রাগীব ২/২৪৮, দঈফ আল-জামি ৩৭৫০।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সুনান ইবনে মাজাহ ৩৮১৫
আবু হুরাইরাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ নিশ্চয়ই আমি দৈনিক শতবার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি। [৩১৪৭] [৩১৪৭] আহমাদ ৭৭৩৪,৮২৮৮।
এই হাদিসটির তাহকীকঃ হাসান সহীহ
সুনান ইবনে মাজাহ ৩৮১৬
আবু মুসা আল-আশাআরী [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ নিশ্চয়ই আমি দৈনিক সত্তরবার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি। [৩১৪৮] [৩১৪৮] আহমাদ ২২৮২৯।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সুনান ইবনে মাজাহ ৩৮১৭
হুযায়ফাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাগে আমার জিহ্বা আমার পরিবারের উপর অসংযত হয়ে যেতো, তবে তা তাহাদের অতিক্রম করে অন্যদের স্পর্শ করতো না। বিষয়টা আমি নবী [সাল্লাল্লাহু আঃ] এর নিকট উল্লেখ করিলে তিনি বলেনঃ তুমি তোমার ক্ষমা প্রার্থনা থেকে কোথায় আছো? দৈনিক সত্তরবার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। [৩১৪৯] [৩১৪৯] আহমাদ ২২৮২৯,২২৮৫৩,২২৮৬২,২২৯১২, দারেমী ২৭২৩। রাওদুন নাদীর ২৮০।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
পথের সম্বল
Reviews
There are no reviews yet.