Description
ফিকহুস সুনানি ওয়াল আসার ৩য় খণ্ড
ফিকহুস সুনানি ওয়াল আসার ৩য় খণ্ড বই
কাঠ বা পাথর দ্বারা যে প্রাণী হত্যা করা হয়েছে তা খাওয়া জায়েয নয়
মুয়াত্তা মালিক ১০৪১
নাফি {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
জুরূফ নামক স্থানে পাথর দ্বারা দুইটি পাখি বধ করেছিলাম, একটি তখনই মারা গিয়েছিল। আবদুল্লাহ ইবন উমার {রাজি.} উহা ফেলে দেন এবং অপরটিকে যবেহ করিতে দৌঁড়ে গেলেন। উহাও যবেহ করার পূর্বেই মারা যায়। উহাকেও তিনি ফেলে দিলেন। {হাদীসটি ঈমাম মালেক এককভাবে বর্ণনা করিয়াছেন}এই হাদীসখানার তাহকীকঃ অন্যান্য
মুয়াত্তা মালিক ১০৪২
মালিক {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
যে সমস্ত প্রাণী লাঠি বা গোলার আঘাতে হত্যা করা হয়েছে ঐগুলো আহার করা কাসিম ইবন মুহাম্মাদ {রহমাতুল্লাহি আলাইহি} মাকরূহ বলে মনে করিতেন। {হাদীসটি ঈমাম মালেক এককভাবে বর্ণনা করিয়াছেন}এই হাদীসখানার তাহকীকঃ অন্যান্য
মুয়াত্তা মালিক ১০৪৩
মালিক {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
তাঁহার নিকট রেওয়ায়ত পৌঁছেছে যে, সাঈদ ইবন মুসায়্যাব {রহমাতুল্লাহি আলাইহি} বন্য প্রাণীর মত গৃহপালিত প্রাণীকে তীর ইত্যাদি দ্বারা হত্যা করা মাকরূহ বলে মনে করিতেন। {হাদীসটি ঈমাম মালেক এককভাবে বর্ণনা করিয়াছেন}
মালিক {রহমাতুল্লাহি আলাইহি} বলেন : কোন লাঠির অগ্রভাগে ছুঁচালো কোন জিনিস লাগান থাকলে, আর ইহা শিকারকৃত প্রাণীকে যখমী করে দিলে উহা আহার করাতে আমি কোন দোষ মনে করি না।
মালিক {রহমাতুল্লাহি আলাইহি} বলেন : আল্লাহ তাআলা ইরশাদ করেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَيَبْلُوَنَّكُمْ اللهُ بِشَيْءٍ مِنْ الصَّيْدِ تَنَالُهُ أَيْدِيكُمْ وَرِمَاحُكُمْ .
অর্থাৎ হে মুমিনগণ! তোমাদের হাত ও বর্শা, যা শিকার করে সে বিষয়ে আল্লাহ্ অবশ্য তোমাদেরকে পরীক্ষা করিবেন। {১}
মালিক {রহমাতুল্লাহি আলাইহি} বলেন: মানুষ তার বর্শা, হাত অথবা অস্ত্র দ্বারা বিদ্ধ করায় যা আহত হয় তাই শিকার, যেইরূপ উক্ত আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন।
{১} সূরা: আল-মায়িদাহ, ৯৪
এই হাদীসখানার তাহকীকঃ অন্যান্য
মুয়াত্তা মালিক ১০৪৪
মালিক {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
বিজ্ঞ আলিমগণকে বলিতে শুনিয়াছি- কেউ কোন বন্য প্রাণী তীর ইত্যাদি দ্বারা আহত করবার পর উহা অন্য একভাবে যখ্মী হল, যেমন পানিতে পড়ে গেল বা শিকারের উদ্দেশ্যে প্রশিক্ষণ পায়নি এমন কোন কুকুর উহার উপর আক্রমণ চালাল, তবে ঐ ব্যক্তির আঘাতেই উহা মরিয়াছে বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত ঐ প্রাণীর গোশ্ত খাওয়া জায়েয হইবে না।
মালিক {রহমাতুল্লাহি আলাইহি} বলেন : শিকারের প্রাণী আহত হয়ে ভেগে যাওয়ার পর উহা পাওয়া গেলে, উহাতে যদি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের আঘাতের চিহ্ন বা তীর আটকানো পাওয়া যায় তবে উহা খাওয়া জায়েয হইবে। এক রাত্রি অতিবাহিত হওয়ার পর যদি পাওয়া যায় তবে উহা মাকরূহ হইবে।
এই হাদীসখানার তাহকীকঃ অন্যান্য
ফিকহুস সুনানি ওয়াল আসার ৩য় খণ্ড
Reviews
There are no reviews yet.