Description
বারো মাসে তেরো পরব
বারো মাসে তেরো পরব
সুনান আবু দাউদ ২১০৫
আবু সালামাহ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি আয়িশাহ {রাদি.}-কে রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-এর {স্ত্রীদের} মোহরানা সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি বলেন, বারো উকিয়া ও এক নাস্স। আমি বলিলাম, নাস্স্ কি? তিনি বলিলেন, এক উকিয়ার অর্ধেক।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ২১০৬
আবুল আজফা আস্-সুলামী {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, একদা উমার {রাদি.} আমাদের উদ্দেশ্যে ভাষণে বলেন, সাবধান! তোমরা নারীদের মোহর নির্ধারণে সীমালঙ্ঘন করো না। কারণ যদি তা দুনিয়ার মর্যাদার বস্তু হতো এবং আল্লাহর নিকট পরহেজগারীর বস্তু হতো, তবে তোমাদের চেয়ে নাবী {সাল্লাল্লাহু আঃ} হইতে এর যোগ্যতম ব্যক্তি। অথচ তিনি তাহাঁর স্ত্রীদের কারো মোহর এবং তাহাঁর কন্যাদের কারো মোহর বারো উকিয়ার অধিক ধার্য করেননি।এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
সুনান আবু দাউদ ৩৩৫২
ফাদালাহ ইবন উবাইদ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, খায়বার বিজয়ের দিন আমি বারো দীনারে একটি মালা ক্রয় করি। তাতে স্বর্ণ-দানা ও পুঁতি ছিল। আমি স্বর্ণ দানাগুলো পৃথক করে দেখি, তা পরিমাণে বারো দীনারের চেয়েও বেশি। বিষটি আমি নাবী {সাল্লাল্লাহু আঃ} এর কাছে জানালে তিনি বলেনঃ উভয় প্রকারের দানা পৃথক করার পূর্বে ক্রয়-বিক্রয় করা জায়িয নয়।
সহীহঃ এর পূর্বেরটি দেখুন।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
বারো মাসে তেরো পরব
Reviews
There are no reviews yet.