Description
বিনা পণের বউ
বিনা পণের বউ
সুনান আবু দাউদ ২৮৯১
জাবির ইবন আবদুল্লাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, একদা আমরা রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} সাথে বেরিয়ে আল-আসওয়াফ নামক স্থানে এক আনসারী মহিলার নিকট উপস্থিত হই। তখন ঐ মহিলা তার দুটি মেয়েকে নিয়ে রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} কাছে এসে বললো, হে আল্লাহর রাসূল! এরা সাবিত ইবন ক্বায়িসের {রাদি.} কন্যা। তিনি আপনার সাথে উহুদ যুদ্ধে যোগদান করে শহীন হন। এদের চাচা এদের সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছে এবং এদের জন্য কিছুই রাখেনি। হে আল্লাহর রাসূল! এ বিষয়ে আপনি কি বলেন? আল্লাহর শপথ! এদের সম্পত্তি না থাকলে এদেরকে বিবাহ দেয়া সম্ভব নয়। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃএদের ফয়সালা আল্লাহই দিবেন। বর্ণনাকারী বলেন, ইতিমধ্যে সূরাহ আন-নিসার আয়াত অবতীর্ণ হলোঃ “তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে বিধান দিচ্ছেন….।” {আয়াত ১১-১৪}। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলেনঃ তোমরা ঐ মহিলা ও তার প্রতিপক্ষকে আমার নিকট ডেকে আনো। তিনি মেযে দুটির চাচাকে বলিলেনঃসম্পত্তির তিন ভাগের দুই ভাগ এদেরকে দিয়ে দাও, এদের মাকে দাও আট ভাগের এক ভাগ এবং অবশিষ্ট সম্পদ তোমার।
ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, বর্ণনাকারী বিশর ভুল করেছেন। আসলে মেয়ে দুটি সাদ ইবনল রবী {রাদি.} এর কন্যা। কারণ সাবিত ইবন ক্বায়িস {রাদি.} শহীদ হন ইয়ামামার যুদ্ধে।
হাসানঃ কিন্তু এতে সাবিত ইবন ক্বায়িসের উল্লেখ করাটা ভুল। মাহফূয হলো সাদ ইবন রাবী। যেমন নীচের হাদিসে রয়েছে।এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
সুনান আবু দাউদ ২৯১৭
আমর ইবন শুআইব {রহমাতুল্লাহি আলাইহি} হইতে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্র হইতে বর্ণীত আছেঃ
রিয়াব ইবন হুযাইফাহ জনৈক মহিলাকে বিবাহ করে এবং তার গর্ভে তিনটি সন্তান জন্ম হয়। অতঃপর তাহাদের মা মারা গেলে তারা তার পরিত্যক্ত বাড়ি ও আযাদকৃত দাসের সম্পদের উত্তরাধিকারী হয়। আমর ইবনল আস {রাদি.} ছিলেন তাহাদের আত্মীয়। পরবর্তী সময় তিনি তাহাদেরকে সিরিয়ায় প্রেরণ করেন। তারা সেখানে মৃত্যু বরণ করে। পরে আমর ইবনল আস সেখানে যান। তখন ঐ মহিলার মুক্তদাস কিছু মালপত্র রেখে মারা যায়। মহিলার ভাইয়েরা আমরের বিরুদ্ধে উমার ইবনল খাত্তাবের {রাদি.} নিকট অভিযোগ করলে উমার {রাদি.} বলিলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ পিতা বা পুত্র যে ওয়ালাআ সঞ্চয় করলো সেগুলো তার আসাবা পাবে। আবদুল্লাহ ইবন আমর {রাদি.} বলেন, উমার {রাদি.} আমরকে একটি রায় লিখেন। এতে আবদুর রহমান ইবন আওফ, যায়িদ ইবন সাবিত {রাদি.} ও অন্য এক লোক সাক্ষী হন। আবদুল মালিক যখন {৬৮৫ খৃ.} খলীফা হলেন, তখন হিশাম ইবন ইসমাঈল বা ইসমাঈল ইবন হিশামের নিকট অনুরূপ একটি অভিযোগ করা হয়। তিনি বিষয়টি আবদুল মালিকের নিকট পাঠিয়ে দেন। আবদুল মালিক বলেন, আমার মনে হয় এর ফায়সালা ইতিপূর্বে আমার নজরে পড়েছে। তিনি বলেন, তিনি উমার ইবনল খাত্তাবের {রাদি.} রায় অনুসারেই রায় দিলেন। আর সেই ওয়ালাআর সম্পত্তি এখনো আমাদের অধিকারে রয়েছে। এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
বিনা পণের বউ
Reviews
There are no reviews yet.