Description
বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম
তাহক্কীক্ব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম (লক্ষ্যে পৌঁছার দলীলসম্মত বিধিবিধান)
১৬০৮
আওফ ইবন মালিক {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
একদা রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} মাসজিদে আমাদের নিকট প্রবেশ করিলেন, তাহাঁর হাতে একটি লাঠি ছিলো। মাসজিদে আমাদের এক ব্যক্তি নিকৃষ্ট মানের এক গুচ্ছ খেজুর ঝুলিয়ে রেখেছিল। তিনি ঐ খেজুর গুচ্ছে লাঠি দিয়ে আঘাত করে বলেনঃ এর সদাক্বাহ্কারী ইচ্ছে করলে এর চাইতে উত্তমটি সদাক্বাহ করিতে পারতো। তিনি আরো বলেনঃ এর সদাক্বাহকারীকে ক্বিয়ামাতের দিন নিকৃষ্ট ফল খেতে হইবে।(১৬০৮)
এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
যাকাতুল ফিতর {ফিতরাহ}
১৬০৯
ইবন আব্বাস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} সদাক্বাতুল ফিতর ফরয করেছেন- অশ্লীল কথা ও বেহুদা কাজ হইতে {রমাযানের} সওমকে পবিত্র করিতে এবং মিসকীনদের খাদ্যের ব্যবস্থার জন্য। যে ব্যক্তি {ঈদের} সলাতের পূর্বে তা আদায় করে সেটা কবুল সদাক্বাহ গণ্য হইবে। আর যে ব্যক্তি সলাতের পরে আদায় করে, তা সাধারণ দান হিসেবে গৃহীত হইবে। (১৬০৯)
এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
ফিতরাহ প্রদানের সময় ?
১৬১০
ইবন উমার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} লোকেরা সলাতের উদ্দেশে {ঈদগাহে} যাওয়ার পূর্বেই আমাদেরকে সদাক্বাতুল ফিতর প্রদান করিতে নির্দেশ দিয়েছেন। নাফি {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, ইবন উমার {রাদি.} ঈদের একদিন ও দুইদিন পূর্বেই তা আদায় করিতেন।
সহীহঃ সহিহ বুখারী ও সহিহ মুসলিম ইবন উমারের কর্ম বাদে। অনুরূপ বুখারীতে।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সদাক্বাতুল ফিতর কি পরিমাণ দিতে হইবে ?
১৬১১
ইবন উমার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} সদাক্বাতুল ফিতর ফরয করেছেন। আবদুল্লাহ ইবন মাসলামাহ {রহমাতুল্লাহি আলাইহি} তার বর্ণনায় বলেন, ঈমাম মালিক {রহমাতুল্লাহি আলাইহি} তাহাকে পাঠ করে শুনিয়েছেন যে, প্রত্যেক স্বাধীন অথবা গোলাম, পুরুষ কিংবা নারী নির্বিশেষে সকল মুসলিমের উপর মাথাপিছু এক সা খেজুর বা যব রমাযানের ফিতরাহ ওয়াজিব।সহীহঃ সহিহ বুখারী ও সহিহ মুসলিম।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
১৬১২
আবদুল্লাহ ইবন উমার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} যাকাতুল ফিতর এক সা ফরয করেছেন। অতঃপর মালিকের হাদিসের ভাবার্থ বর্ণনা করেন। তাতে এ কথাটিও আছেঃ ছোট এবং বড় সকলের পক্ষ হইতেই। তিনি লোকদের {ঈদের} সলাতে বের হওয়ার পূর্বেই তা আদায় করিতে নির্দেশ দিয়েছেন।
ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, এ হাদিস আবদুল্লাহ আল-উমারী {রহমাতুল্লাহি আলাইহি} নাফি {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণনা করেছেন। তাতে রয়েছেঃ প্রত্যেক মুসলিমের উপর। আল-জুমাহী উবায়দুল্লাহ হইতে, তিনি নাফি হইতে বর্ণনা করেছেন, তাতে মুসলিমের পক্ষ হইতে, কথাটি উল্লেখ নেই।
সহীহঃ বুখারী।
বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম
Reviews
There are no reviews yet.