Description
ব্যাভিচার ও সমকাম
ব্যাভিচার ও সমকাম
মাতা-পিতাহার সাথে সদ্ব্যবহার
সুনান ইবনে মাজাহ ৩৬৫৭
ইবন সালামাহ [উপনাম] আবু সালামা আস-সুলামী [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, নবী [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ আমি লোককে তাহার মায়ের সাথে সদাচারের উপদেশ দিচ্ছি, আমি লোককে তাহার মায়ের সাথে সদাচারের উপদেশ দিচ্ছি, আমি লোককে তাহার মায়ের সাথে সদাচারের উপদেশ দিচ্ছি, আমি মানুষকে তাহার অধীন দাসের সাথে সদাচারের উপদেশ দিচ্ছি , যদিও সে তাহার সাথে কষ্টদায়ক আচরণ করে। [২৯৮৯][২৯৮৯] আহমাদ ১৮৩১২। ইরওয়া ৮৩৭।এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সুনান ইবনে মাজাহ ৩৬৫৮
আবু হুরাইরাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, সাহাবীগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ! কার সাথে সদাচরণ করিব? তিনি বলেনঃ তোমার মায়ের সাথে। তাহারা বলেন, অতঃপর কার সাথে? তিনি বলেনঃ তোমার পিতাহার সাথে। তিনি বলেন, অতঃপর কার সাথে? তিনি বলেন, অতঃপর পর্যায়ক্রমে নিকটবর্তীদের সাথে। [২৯৯০] [২৯৯০] বুখারী ৫৯৭১, মুসলিম ৪৬২১, আহমাদ ৮১৪৪,৮৮৩৮,৮৯৬৫।ইরওয়া ২১৬৯,গায়াতুল মারাম ২৭৬, রাওদুন নাদীর ৮৬৫।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সুনান ইবনে মাজাহ ৩৬৫৯
আবু হুরাইরাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ ] বলেছেনঃ কোন সন্তান তাহার পিতাহার হক আদায় করিতে সক্ষম নয়। তবে সে যদি তাহাকে দাসরূপে পায় এবং তাহাকে খরিদ করে আযাদ করে দেয় [তাহলে কিছু হক আদায় হয়]। [২৯৯১] [২৯৯১] মুসলিম ১৫১০, তিরমিজি ১৯০৬,আবু দাউদ ৫১৩৭, আহমাদ ৭১০৩,৭৫১৬,৮৬৭৬,৯৪৫২। ইরওয়া ১৭৪৭।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সুনান ইবনে মাজাহ ৩৬৬০
আবু হুরাইরাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
নবী [সাল্লাল্লাহু আঃ] বলেনঃ এক কিনতাহার হলো বারো হাজার উকিয়ার সমান এবং উকিয়া হলো আসমান-যমিনের মাঝখানে যা কিছু আছে তাহার চেয়ে উত্তম। রাসূলু্ল্লাহ [সাল্লাল্লাহু আঃ] আরও বলেনঃ জান্নাতে মানুষের মর্যাদা অবশ্যই বৃদ্ধি করা হইবে। সে বলবে, এটা [মর্যাদা বৃদ্ধি] কীভাবে হলো? বলা হইবে, তোমার জন্য তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার বদৌলতে। [২৯৯২]
তাহকীক আলবানী ঃ [আরবী] হাদিসটি দুর্বল। [আরবী] হাদিসটি হাসান। ……….
[২৯৯২] আহমাদ ৮৫৪০,দারেমী ৩৪৬৪। [আরবি লেখা] হাদিসটি হাসান।[আরবি লেখা] দঈফা ৪০৭৬, দঈফ আল-জামি৪১৪১,[আরবি লেখা] সহীহাহ ১৫৯৮, মিশকাত ২৩৫৪।
এই হাদিসটির তাহকীকঃ অন্যান্য
সুনান ইবনে মাজাহ ৩৬৬১
মিকদাম বিন মাদীকারিব [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেনঃ নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের মায়েদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন। একথা তিনি তিনবার বলেনঃ নিশ্চয় আল্লাহ তোমাদের পিতাহাদের সম্পর্কে উপদেশ দিচ্ছেন। নিশ্চয় আল্লাহ পর্যায়ক্রমে তোমাদের নিকটবর্তীদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন [সদাচারের]। [২৯৯৩][২৯৯৩] আহমাদ ১৬৭৩৩,১৬৭৩৬।সহীহাহ ১৬৬৬।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
ব্যাভিচার ও সমকাম
Reviews
There are no reviews yet.