Description
যিয়ারাতুল কুবূর
যিয়ারাতুল কুবূর
সহিহ ইবনে মাজাহ ২৫০৮
মিকদাদ বিন আমর [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
প্রাকৃতিক প্রয়োজনে তিনি একদিন আল-বাকীনামক কবরস্থানে যান। তৎকালে লোকেরা দু-তিন দিন পরপর প্রাকৃতিক প্রয়োজন সারতো। তাহারা উটের বিষ্ঠা সদৃশ মল ত্যাগ করতো। অতঃপর তিনি একটি বিরান ঘরে প্রবেশ করেন। তিনি বসে প্রয়োজন সারছিলেন, হঠাৎ দেখলেন যে, একটি ইঁদুর তাহার গর্ত থেকে একটি দীনার বের করিল। তাহারপর সে গর্তে প্রবেশ করে আর একটি দীনার বের করিল। ইঁদুরটি এভাবে পরপর সতেরটি দীনার বের করিল, অতঃপর একটি লাল কাপড়ের টুকরা টেনে বের করিল। মিকদাদ [রাজি.] বলেন, আমি আস্তে আস্তে কাপড়ের টুকরাটি টেনে উঠালাম এবং তাহার মধ্যেও একটি দীনার পেলাম। এভাবে মোট আঠারটি দীনার হলো। আমি সেগুলো নিয়ে রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] এর নিকট চলে এলাম এবং বিষয়টি তাহাঁকে জানালাম। আমি আরো বললাম, ইয়া রাসূলুল্লাহ! এর যাকাত গ্রহণ করুন। তিনি বলেনঃ তুমি এগুলো নিয়ে যাও এবং এর কোন যাকাত নেই। আল্লাহ এগুলোতে তোমার বরকত দান করুন। অতঃপর তিনি বলেনঃ মনে হয় তুমি গর্তের মধ্যে তোমার হাত ঢুকিয়েছিলে। আমি বললাম, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য দ্বীন দ্বারা মর্যাদাবান করিয়াছেন! আমি গর্তে হাত ঢুকাইনি। রাবী বলেন, এর শেষ দীনারটি তাহার ইনতিকাল পর্যন্ত অবশিষ্ট ছিলো। [২৫০৮]
তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ দঈফ তালীক ইবন মাজাহ। [২৫০৮] আবু দাউদ ৩০৮৭, তালীক ইবন মাজাহ। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ জইফ। উক্ত হাদিসের রাবি মুহাম্মাদ বিন খালিদ বিব আসমাহ সম্পর্কে আবু বাকর আল-বায়হাকী বলেন, আমার দৃষ্টিতে তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তাহার হাদিস বর্ণনায় আমি কোন সমস্যা দেখি না। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। ঈমাম যাহাবী বলেন, তিনি সত্যবাদী। [তাহজিবুল কামালঃ রাবী নং ৫১৭৯, ২৫/১৪৩ নং পৃষ্ঠা] ২. মুসা বিন ইয়াকুব আয-যামঈ সম্পর্কে আবুল হাসান ইবনল কাত্তান বলেন, তিনি সিকাহ। আহমাদ বিন শুআয়ব আন-নাসাঈ বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি সত্যবাদী তবে তাহার স্মৃতিশক্তি দুর্বল। ঈমাম দারাকুতনী বলেন, তাহার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। [তাহজিবুল কামালঃ রাবী নং ৬৩১৫, ২৯/১৭১ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সহিহ ইবনে মাজাহ ৩৫৬৮
আবু দারদা [রাজি.] হইতে বর্ণীত আছেঃ তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] বলেছেনঃ তোমাদের কবরসমূহে ও মসজিদসমূহে আল্লাহ তাআলার সাথে সাদা পোষাকে সাক্ষাত করাই তোমাদের জন্যে উত্তম। [২৯০০]
তাহক্বীক আলবানীঃ বানোয়াট।[২৯০০] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন।আত-তালীকুর রাগীব ৩/৫৭, মিশকাত ৪৩৮২।
উক্ত হাদিসের রাবি ১. আব্দুল মাজীদ বিন আবু রাওওয়াদ সম্পর্কে আবুল কাসিম বিন বিশকাওয়াল বলেন, মক্কায় তাহাকে দুর্বলতায় স্পর্শ করেছিলো।আবু হাতিম আর রাযী বলেন, তাহার থেকে হাদিস গ্রহণ করা যায় তবে তিনি নির্ভরযোগ্য নন।আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি প্রত্যাখানযোগ্য।ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন।[তাহজিবুল কামালঃ রাবী নং ৩৫১০, ১৮/২৭১ নং পৃষ্ঠা]
২.মারওয়ান বিন সালিম সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তাহার হাদিস নির্ভরযোগ্য নয়।আবু বাকর আল-বাযযাহার বলেন, তিনি যাচাই-বাছাই ছাড়া হাদিস গ্রহণ করেন ও তা বর্ণনা করেন।আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল।আবু আরুবাহ আর-হাররানী বলেন, তিনি জাল [বানোয়াট] হাদিস বর্ণনা করিতেন।[তাহজিবুল কামালঃ রাবী নং ৫৮৭৩, ২৭/৩৮২ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ জাল হাদিস
যিয়ারাতুল কুবূর
Reviews
There are no reviews yet.