Description
রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল
রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল
সহিহ ইবনে মাজাহ ২১৩৩
জাবির বিন আব্দুল্লাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, এক মহিলা রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] এর নিকট এসে বলল, আমার মা মারা গেছেন। তিনি সিয়াম রাখার মান্নত করেছিলেন। কিন্তু তিনি তাহার রোযাহার মান্নত পূর্ণ করার আগেই মারা গেলেন। রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেনঃ তাহার পক্ষ থেকে ওলী [ওয়ারিস] যেন সিয়াম রাখে। [২১৩৩] [২১৩৩] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। সহীহ দাউদ ২০৭৭। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবি ইবন লাহীআহ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তাহার হাদিসের ব্যাপারে কোন সমস্যা নেই। আমর বিন ফাল্লাস বলেন, তাহার কিতাব সমূহ পুড়ে যাওয়ায় হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। কিতাব সমূহ পুড়ে যাওয়ায় যে হাদিস বর্ণনা করিয়াছেন তা দুর্বল। আবু কাসিম বলেন, তিনি হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। আবু বকর আল-বায়হাকী বলেন, তাহার হাদিস দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী তাহাকে দুর্বল বলেছেন। ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি সত্যবাদী তবে তাহার কিতাব সমূহ পুড়ে যাওয়ার পর হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। বিশর ইবনস সারী বলেন, যদি তাহার সাথে আমার সাক্ষাৎ হত তবে আমি তাহার থেকে কোন হাদিস গ্রহন করতাম না। [তাহজিবুল কামালঃ রাবী নং ৩৫১৩, ১৫/৪৮৭ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সহিহ ইবনে মাজাহ ২১৩৬
ইবন আব্বাস [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] মক্কায় রোদের মধ্যে দাঁড়ানো এক ব্যক্তিকে অতিক্রম করে যাচ্ছিলেন। তিনি জিজ্ঞেস করিলেনঃ একী? লোকজন বলল যে, সে সিয়াম রাখার, সারাটা দিন ছায়া গ্রহন না করার এবং কথাবার্তা না বলার মান্নত করেছে। তাই সে এ অবস্থায় দাড়িয়ে আছে। তিনি বলেনঃ সে যেন কথা বলে, ছায়া গ্রহন করে, বসে এবং তাহার সিয়াম পূর্ণ করে।[উপরোক্ত হাদীসে মত ২ টি সানাদের ১টি বর্ণিত হইয়াছে, অপর সানাদটি হলঃ]
১/২১৩৬. [১] ইবন আব্বাস [রাজি.] , সূত্রে নবী [সাল্লাল্লাহু আঃ] হইতে অনুরুপ হাদিস বর্ণনা করেন। আল্লাহ অধিক জ্ঞাত।[২১৩৬]
তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।[২১৩৬] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ৬৭০৪, আবু দাউদ ৩৩০০, তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবি আবদুল্লাহ বিন উমার সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি দুর্বল, তিনি নির্ভরযোগ্য নয়। আবু বাকর আল-বায়হাকী বলেন, তাহার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়। আহমাদ বিন শুআয়ব আন-নাসাঈ বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবন হাজার আল-আসকালনী ও আলী ইবনল মাদানী বলেন, তিনি দুর্বল। ইয়াহইয়া বিন সাঈদ বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল ছিলেন। [তাহজিবুল কামালঃ রাবী নং ৩৪৪০, ১৫/৩২৭ নং পৃষ্ঠা] উক্ত হাদিসটি সহীহ কিন্তু আবদুল্লাহ বিন উমার এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ৭৯ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ২৪ টি অধিক দুর্বল, ২৫ টি দুর্বল, ১৬ টি হাসান, ১৪ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ৬৭০৪, আবু দাউদ ৩৩০০, আহমাদ ১৭০৭৮, দারাকুতনী ৪২৭৯, ৪২৮২, মুসান্নাফ আব্দুর রাযযাক ১৫৮১৮, ১৫৮২১, মুজামুল আওসাত ৮৪৬৮, ৮৫৪৭, শারহুস সুন্নাহ ২৪৪৩।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল
Reviews
There are no reviews yet.