Description
শিশু প্রতিপালন
শিশু প্রতিপালন
সুনান আবু দাউদ ২৫২১
হাসনাআ বিনতু মুআবিয়াহ আস-সারীমিয়্যাহ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমার চাচা আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন যে, তিনি বলেন, একদা আমি নাবী {সাল্লাল্লাহু আঃ} কে জিজ্ঞাসা করলাম কোন লোক জান্নাতে প্রবেশ করিবে? তিনি বলিলেন, নাবীগণ {আ} জান্নাতে প্রবেশ করবেন, শহীদগণ জান্নাতে প্রবেশ করিবে, গর্ভের মৃত শিশু জান্নাতে প্রবেশ করিবে এবং জীবন্ত প্রথিত সন্তান জান্নাতে প্রবেশ করিবে।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
প্রাপ্তবয়স্ক বন্দীদের পৃথক করা
সুনান আবু দাউদ ২৬৯৭
ইয়াস ইবন সালামাহ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে তার পিতা হইতে বর্ণীত আছেঃ
তিনি {সালামাহ} বলেন, আমরা আবু বাকর {রাদি.} এর সঙ্গে অভিযানে বের হওয়ার সময়, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} তাহাকে আমাদের সেনাপতি নিযুক্ত করেন। আমরা ফাযারাহ গোত্রের বিরুদ্ধে হামলা করে তাহাদেরকে তছনছ করে দেই। অতঃপর আমি কিছু লোক দেখিতে পাই। যাদের সাথে শিশু ও নারী ছিলো। আমি একটি তীর ছুড়ঁলে সেটা তাহাদের এবং পাহাড়ের মাঝখানে যেয়ে পরে। এতে তারা দাঁড়িয়ে যায়। আমি তাহাদেরকে ধরে আবু বাকর এর কাছে নিয়ে আসি। তাহাদের মধ্যে ফাযারাহ গোত্রের এক মহিলা ছিলো। সে শুকনা চামড়া পরা ছিলো। তার কন্যাও তার সাথে ছিলো। ঐ কন্যাটি আরবের অন্যতম সুন্দরী। তার কন্যাকে আবু বাকর {রাদি.} আমাকে {গনীমাত হিসাবে} প্রদান করিলেন। আমি মদীনা্হয় ফিরে গেলে রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} আমার সাথে সাক্ষাৎ করে আমাকে বলিলেনঃ হে সালামাহ! কন্যাটি আমাকে উপহার হিসাবে দিয়ে দাও। আমি বলিলাম, আল্লাহর শপথ! তার সৌন্দর্য আমাকে হতবাক করেছে। আমি তার পোষাক খুলিনি। তিনি {সাল্লাল্লাহু আঃ} নিশ্চুপ থাকলেন। পরের দিন সকালে রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বাজারে আমার সাথে সাক্ষাৎ করিলেন। তিনি আমাকে বলিলেনঃ হে সালামা্হ! তুমি আল্লাহর ওয়াস্তে কন্যাটি আমাকে দিয়ে দাও। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! আল্লাহর শপথ! আমি তার পোশাক খুলিনি। সে আপনার জন্যই। কন্যাটি তিনি মাক্কাহবাসীদের কাছে পাঠিয়ে দিলেন। মাক্কাহবাসীদের হাতে কিছু মুসলিম বন্দী ছিলো। তাহাদের মুক্তির জন্য তিনি মেয়েটিকে বিনিময় হিসাবে মাক্কাহয় ফেরত দিয়ে তাহাদেরকে মুক্ত করেন।এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
সুনান আবু দাউদ ২৮৩৭
সামুরাহ {রাদি.} সূত্র হইতে বর্ণীত আছেঃ
রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলেনঃ প্রত্যেক শিশু তার আক্বীক্বাহর সাথে বন্ধক থাকে। সপ্তম দিনে তার পক্ষ হইতে আক্বীক্বাহ করিতে হয়, মাথা মুড়াতে হয় এবং {মাথায়} রক্ত মাখাতে হয়। ক্বাতাদাহ্কে জিজ্ঞেস করা হলো, রক্ত কিভাবে মাখতে হয়? তিনি বলে, আক্বীক্বাহ্র পশু যাবাহ করে তা থেকে একটু পশম নিয়ে তাতে রক্ত মেখে তা বাচ্চার মাথার নরম তালুতে রেখে দিবে। অতঃপর মাথা থেকে সূতার ন্যায় রক্ত গড়িয়ে পড়লে মাথা ধুইয়ে তা ন্যাড়া করিবে। আবু দাউদ বলেন, রক্তমাখার শব্দটি হাম্মামের ধারণামূলক, অন্যরা তা বর্জন করেছেন। আবু দাউদ বলেন, এখন এ হাদিস আমলযোগ্য নয়।সহীহঃ তবে “{আরবী}” কথাটি বাদে। মাহফু্য হলো “{আরবি}”। যেমন নীচের বর্ণনাটি। ইরওয়া {১১৬৫}।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
শিশু প্রতিপালন
Reviews
There are no reviews yet.