Description
সংক্ষিপ্ত আহকামুল জানায়িয
সংক্ষিপ্ত আহকামুল জানায়িয
সুনান আবু দাউদ ৩৩৩২
আসিম ইবন কুলাইব {রহমাতুল্লাহি আলাইহি} হইতে তার পিতা থেকে {কুলাইব} গোত্রের জনৈক ব্যক্তির সূত্র হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমরা রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} এর সাথে এক ব্যক্তির জানাযায় অংশগ্রহণের জন্য রওয়ানা হলাম। আমি দেখলাম, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} ক্ববরের কাছে দাঁড়িয়ে খননকারীকে নির্দেশ দিচ্ছেন ঃ পায়ের দিকটা আরো প্রশস্ত করো, মাথার দিকটা আরো প্রশস্ত করো। তিনি সেখান থেকে ফিরতে উদ্যত হলে এক মহিলার পক্ষ হইতে দাওয়াত দানকারী এসে তাঁকে স্বাগত জানালেন। তিনি তার বাড়িতে এলে খাবার উপস্থিত করা হলো। তিনি খেতে শুরু করলে অন্যরাও খাওয়া শুরু করলো। বর্ণনাকারী বলেন, আমাদের মুরব্বীরা লক্ষ্য করিলেন যে, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} খাবারের একটি লোকমা মুখে তুলে তা নাড়াচাড়া করছেন। তিনি বলিলেনঃ আমার মনে হচ্ছে, বকরীর মালিকের অনুমতি ছাড়াই এটি নিয়ে আসা হয়েছে। মহিলাটি বললো, হে আল্লাহ্র রাসূল! আমি একটি বকরী কিনতে বাকী নামক বাজারে লোক পাঠিয়েছিলাম, কিন্তু সেখানে বকরী পাওয়া যায়নি। অতঃপর আমার প্রতিবেশীর কাছে এই বলে লোক পাঠালাম যে, তুমি যে বকরীটি কিনেছো তা তোমার ক্রয়মূল্যে আমাকে দিয়ে দাও। কিন্তু তাহাকেও {বাড়িতে} পাওয়া যায় নি। আমি তার স্ত্রীর কাছে লোক পাঠালে সে বকরীটা পাঠিয়ে দেয়। একথা শুনে রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ এ গোশত বন্দীদেরকে খাওয়াও।সহিহ ঃ আহকামুল জানায়িয {১৪৩-১৪৪}। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ৩৩৩৭
আবু সাফওয়ান ইবন উমাইর {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি মক্কায় রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} এর নিকট আসলাম তখনও তিনি {মাদীনাহ্য়} হিজরাত করেননি। এরপর হাদিসের বাকী অংশ উপরোক্ত হাদিসের অনুরূপ। কিন্তু এই বর্ণনায় ঃ “পারিশ্রমিকের বিনিময়ে” কথাটি উল্লেখ নেই। ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, ক্বায়িসও সুফিয়ানের অনুরূপ বর্ণনা করেছেন। তবে সুফিয়ানের বর্ণনা সঠিক।সহিহ ঃ ইবন মাজাহ {২২২১}।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ৩৩৩৮
ইবন আবু রিযমাহ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি আমার পিতাহাকে বলিতে শুনিয়াছি, এক ব্যক্তি শুবাহকে বলিলেন, সুফিয়ান আপনার বিপরীত করেছেন। তিনি বলিলেন, তুমি আমার মস্তিষ্ক খেয়েছো! ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, আমি ইয়াহইয়া ইবন মাঈন থেকে জানতে পেরেছি, তিনি বলিয়াছেন, কেউ সুফিয়ানের বিপরীত বর্ণনা করলে সুফিয়ানের বর্ণনাই নির্ভরযোগ্য গণ্য হইবে।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ৩৩৩৯
শুবাহ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, সুফিয়ানের স্মরণশক্তি আমার স্মরণশক্তির চেয়ে অধিক মজবুত। এই হাদিসটির তাহকীকঃ সহিহ মাকতু
সংক্ষিপ্ত আহকামুল জানায়িয
Reviews
There are no reviews yet.