Description
সালাতে প্রচলিত ১০০-র অধিক ভুলত্রুটি
সালাতে প্রচলিত ১০০-র অধিক ভুলত্রুটি
সুনান আবু দাউদ ২০৪০
ইবন উমার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} কখনো বাহনে চড়ে, আবার কখনো পায়ে হেঁটে কুবা মাসজিদে আসতেন। ইবন নুমাইয়ের বর্ণনায় রয়েছে ঃ এবং তিনি সেখানে দুই রাকআত সালাত আদায় করিতেন। (২০৪০)এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ২১৬৬
আয়িশাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, হায়িয অবস্থায় আমি এবং রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} একই কম্বলে রাত কাটাতাম। আমার দেহের রক্ত তাহাঁর দেহে লাগলে তিনি শুধু ঐ স্থানটি ধুয়ে নিতেন। আর যদি রক্তের কিছু তাহাঁর কাপড়ে লাগতো তখনও তিনি শুধু তাই ধুয়ে নিতেন এবং সেই কাপড় পরেই সালাত আদায় করিতেন।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ২৫৩৩
আবু হুরাইরা {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলেন, প্রত্যেক শাসকের নেতৃত্তে জিহাদ করা তোমাদের উপর ওয়াজিব – চাই সে সৎ হোক বা অসৎ। প্রত্যেক মুসলিমের পিছনে সালাত আদায় করা তোমাদের ওপর ওয়াজিব, চাই সে সৎ হোক বা অসৎ, এমনকি সে কবীরাহ গুনাহ করলেও। প্রত্যেক {মৃত} মুসলিমের জানাযা পড়া ওয়াজিব, চাই সে নেককার হোক অথবা পাপী, এমনকি সে কবীরাহ গুনাহ করলেও।দুর্বলঃ যয়ীফ আল-জামিউস সাগীর {২৬৭৩}, মিশকাত {১১২৫}।এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সুনান আবু দাউদ ৩০২৬
উসমান ইবন আবুল আস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} নিকট বনূ সাক্বীফের প্রতিনিধি দল এলে তিনি তাহাদেরকে মাসজিদে অবস্থান করালেন, যেন তাহাদের মন নরম হয়। তারা তাহাঁর প্রতি শর্ত আরোপ করলো যে, তাহাদেরকে যুদ্ধে যেতে বাধ্য করা যাবে না, তাহাদের কাছ থেকে উশর আদায় করা যাবে না এবং তাহাদেরকে সালাত আদায়ে বাধ্য করা যাবে না। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃএ মুহূর্তে তোমাদের জন্য যুদ্ধে যোগদান ও উশর দেয়া বাধ্যতামূলক নয়। তবে যে দ্বীনের মধ্যে রুকূ {সালাত} নেই তাতে কল্যাণ নাই।
দুর্বল ঃ যইফাহ {৪৩১৯}।এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সুনান আবু দাউদ ৩১৮৬
আবু বারযা আল-আসলামী {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} মাইয ইবন মালিকের জানাযা সালাত পড়েননি এবং পড়তে নিষেধও করেননি।
হাসান সহিহ ঃ ইরওয়া {৭/৩৫৩}।এই হাদিসটির তাহকীকঃ হাসান সহিহ
সুসংবাদ দাতাহাকে উপহার দেয়া
সুনান আবু দাউদ ২৭৭৩
কাব ইবন মালিক {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, নাবী {সাল্লাল্লাহু আঃ} সফর থেকে ফিরে এসে প্রথমে মাসজিদে ঢুকতেন। তারপর দু রাকআত সালাত আদায় করে লোকদের নিয়ে বসতেন। অতঃপর বর্ণনাকারী ইবনস সারহ পুরো হাদিসটি বর্ণনা করেন।
কাব {রাদি.} বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} আমাদের তিনজনের সাথে কথাবার্তা বলিতে সবাইকে নিষেধ করিলেন। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। একদিন আমি আমার চাচাতো ভাই আবু ক্বাতাদাহর {রাদি.} বাগানের দেয়াল টপকে সেখানে ঢুকে তাহাকে সালাম করি। আল্লাহর শপথ! তিনি আমার সালামের উত্তর দেননি। অতঃপর পঞ্চাশ দিনের দিন সকালে আমি ঘরের ছাদের উপর ফাজরের সলাত আদায় করলাম। এমন সময় শব্দ শুনতে পেলাম, এক ব্যক্তি চিৎকার দিয়ে বলছে, হে কাব ইবন মালিক! তোমার জন্য সুসংবাদ। অতঃপর ঐ সুসংবাদদাতা আমার কাছে আসলে আমি আমার দুইখানা কাপড় খুলে তাহাকে পরিয়ে দিলাম। আমি উঠে মাসজিদে নাববীতে গিয়ে উপস্থিত হয়ে দেখি, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বসে আছেন। তখন ত্বালহা ইবন উবাইদুল্লাহ {রাদি.} দ্রুত আমার দিকে এসে আমার সাথে মুসাফাহা করিলেন এবং আমাকে মোবারকবাদ জানালেন।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সালাতে প্রচলিত ১০০-র অধিক ভুলত্রুটি
Reviews
There are no reviews yet.