Select Page

সৌদি আরবের সাথে একই দিনে ঈদ পালন

৳ 45.00

Description

সৌদি আরবের সাথে একই দিনে ঈদ পালন

সৌদি আরবের সাথে একই দিনে ঈদ পালন

সুনান আবু দাউদ ২৩২৪
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ যেদিন তোমরা সওম সমাপ্ত করিবে সেদিন তোমাদের ঈদের দিন। আর যেদিন তোমরা কুরবানী করিবে সেদিন তোমাদের ঈদুল আযহার দিন। আরাফাহর পুরোটাই অবস্থানের জায়গা। মিনার পুরাটাই কুরবানীর স্থান, মাক্কাহর প্রতিটি অলিগলিই কুরবানীর স্থান এবং গোটা মুযদালিফার এলাকাই অবস্থানস্থল। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
দুই ঈদের দিন সওম পালন
সুনান আবু দাউদ ২৪১৬
আবু উবাইদ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, একদা উমার {রাদি.} এর সাথে আমি এক ঈদের সলাতে উপস্থিত ছিলাম। তিনি খুত্ববাহ্র পূর্বে সলাত পড়লেন। অতঃপর বলিলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} এ দুদিন সওম রাখতে নিষেধ করেছেন। কেননা কুরবানীর দিন তোমরা তোমাদের কুরবানীর পশুর গোশত খেয়ে থাকো। আর ঈদুল ফিতরের দিন হল তোমাদের সওমের সমাপ্তি।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ২৪১৭
আবু সাঈদ আল-খুদরী {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} নিষেধ করেছেনঃ ঈদুল ফিতর ও ঈদুল আযহা- এ দুদিন সওম পালন করিতে এবং দুই ধরনের পোশাক পরতে, {সাম্মা} এক কাপড়ে সমগ্র শরীর পেঁচিয়ে নিয়ে শরীরকে এভাবে ঢাকা যে, হাঁটু উঁচু করে বসলে নীচ থেকে লজ্জাস্তান খোলা থাকে এবং দুই সময়ে সালাত আদায় করিতে- ফাজরের পর এবং আসরের পর। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
তাশরীকের দিনসমূহে সওম পালন
সুনান আবু দাউদ ২৪১৮
উম্মু হানী {রাদি.}-এর মুক্তদাস আবু মুররাহ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
একদা তিনি আবদুল্লাহ ইবন আমরের সাথে তার পিতা আমর ইবনল আসের {রাদি.} এর নিকট যান। তিনি তাহাদের উভয়ের সামনে খাবার এনে তা খেতে বলিলেন। আবদুল্লাহ {রাদি.} বলিলেন, আমি সওমরত আছি। আমর {রাদি.} বলিলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} এ দিনগুলোতে আমাদেরকে সওম ভাঙ্গার নির্দেশ দিয়েছেন এবং সওম রাখতে নিষেধ করেছেন। মালিক {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, তা হল তাশরীকের দিনগুলো।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

সুনান আবু দাউদ ২৮১০
জাবির ইবন আবদুল্লাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, ঈদুল আযহার দিন আমি রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} সাথে ঈদগাহে উপস্থিত ছিলাম। তিনি খুত্ববাহ শেষে মিম্বার থেকে নামলেন। একটি বকরী আনা হলো। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} নিজ হাতে যাবাহ করেন এবং বলেনঃ “আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ মহান। এই কুরবানী আমার ও আমার উম্মাতের যারা কুরবানী করিতে অক্ষম তাহাদের পক্ষ হইতে।”এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
ঈদগাহে ইমামের কুরবানী করা
সুনান আবু দাউদ ২৮১১
ইবন উমার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী {সাল্লাল্লাহু আঃ} তাহাঁর কুরবানীর পশু ঈদগাহে যাবাহ করিতেন। ইবন উমার {রাদি.}-ও অনুরূপ করিতেন।এই হাদিসটির তাহকীকঃ হাসান সহিহ
কুরবানীর গোশ্ত সংরক্ষণ করে রাখা
সুনান আবু দাউদ ২৮১২
আমরাহ বিনতু আবদুর রহমান {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি আয়িশাহ {রাদি.}-কে বলিতে শুনিয়াছি ঃ রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} সময়ে জঙ্গলে বসবাসকারী কিছু লোক এসে ঈদুল আযহার জামাআতে উপস্থিত হয়। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ তোমরা তিন দিনের খাওয়ার পরিমাণ গোশ্ত রেখে বাকী গোশ্ত সদাক্বাহ করে দাও। আয়িশাহ {রাদি.} বলেন, কিছুদিন পর রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-কে বলা হলো, হে আল্লাহর রাসূল! ইতিপূর্বে লোকেরা তো তাহাদের কুরবানী {গোশ্ত} দ্বারা {অনেকদিন} সুবিধা ভোগ করতো। তারা চর্বি জমা করে রাখতো এবং চামড়া দিয়ে পানির মশক বানাতো। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলেনঃ এরূপ বলার অর্থ কি? তারা বলিলেন, হে আল্লাহর রাসূল! আপনি কুরবানীর গোশ্ত তিন দিনের অধিক জমা রাখতে নিষেধ করেছেন। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ সে সময় তোমাদের নিকট কিছু গরীব লোক এসেছিল বিধায় আমি তোমাদেরকে এরূপ নিষেধ করেছিলাম। কাজেই এখন তোমরা তা খাও, সদাক্বাহ করো এবং জমা করে রাখো।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সৌদি আরবের সাথে একই দিনে ঈদ পালন

Reviews

There are no reviews yet.

Be the first to review “সৌদি আরবের সাথে একই দিনে ঈদ পালন”

Your email address will not be published. Required fields are marked *